Draupadi Murmu : মন্দির ঝাঁট দিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী!

0
589

দেশের সময় ওয়েবডেস্ক : ওড়িশার সাঁওতাল রমণী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এনডিএ জোট ৷

মঙ্গলবার রাতে এই ঘোষণার পর থেকেই চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। বুধবার সকালে তাঁকেই দেখা গেল ঝাঁটা হাতে। মন্দিরে ঝাঁট দিলেন দ্রৌপদী মুর্মু।

ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরের একটি শিব মন্দিরের মেঝে ঝাঁট দিচ্ছিলেন দ্রৌপদী। সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও শেয়ার করেছে। দেখা গেছে মন্দিরে এসে পুজো দেওয়ার আগে ঝাঁটা হাতে তুলে নিয়েছেন দ্রৌপদী। ঝাঁট দিয়েছেন সেই মন্দিরের মেঝে।

মঙ্গলবার রাতে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জেপি নাড্ডা দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছেন। ভোটে জিতলে তিনিই হবে আগামী রাষ্ট্রপতি। ওড়িশার এই আদিবাসী নেত্রী ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। বর্তমানে তাঁর বয়স ৬৪ বছর।

দেশের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন দ্রৌপদী, তবু তাঁর পা এখনও মাটি ছুঁয়ে রেখেছে। তাই মন্দিরে ঝাঁট দিয়েছেন তিনি। এমন দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

Previous articleBJP President Candidate Draupadi Murmu: রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী সাঁওতাল রমণী দ্রৌপদী মুর্মু!
Next articleAfghanistan Earthquake : চোখের পলকেই গুঁড়িয়ে গেল ঘর – বাড়ি,আফগানিস্তানে শুধুই স্বজনহারার কান্না! ভূমিকম্পে মৃত এক হাজার পার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here