Drama:গোবরডাঙা রূপান্তরের ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল

0
489

দেশের সময় : গোবরডাঙা রূপান্তর, ৫০ বছর ধরে চলা একটি প্রগতিশীল নাট্যদল । আগামী ২৫শে ডিসেম্বর ২০২২ রূপান্তর পদার্পণ করছে ৫০ বছরে ৷ মঞ্চনাটক-পথনাটক-নাট্যকর্মশালা- নাট্যালোচনা সভা- নাট্যোৎসব- নাট্য বিষয়ক পুস্তক প্রকাশ- বঙ্গে বহির্বঙ্গে বিভিন্ন নাটকের মঞ্চায়ন , এই সব কিছুই তাদের দীর্ঘ পথ চলার অঙ্গ। পাশাপাশি তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।

গত ৭ ও ৮ আগষ্ট তারা একই সঙ্গে আয়োজন করেছিল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ উৎসব এবং ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল” এর ।

৭ আগস্ট সকালে রূপান্তর মহলা কক্ষ প্রাঙ্গণে যার শুভ সূচনা হয় বৃক্ষরোপণের মাধ্যমে । এরপর শুরু হয় রক্তদান শিবিরের । উপস্থিত ছিলেন- গোবরডাঙা থানার অফিসার ইন চার্জ অসীম পাল,পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত, বিশিষ্ট অতিথি মিহির রঞ্জন চক্রবর্তী,প্রভাত দত্ত, রূপান্তর সভাপতি- শশাঙ্ক শেখর দত্ত, রূপান্তর নাট্য গুরু – শ্যামল দত্ত, সম্পাদক অভিক দাঁ সাংবাদিক- নীরেশ ভৌমিক, ডাঃ দিলীপ ঘোষ,ডাঃ, স্বপন ঘোষ,শিক্ষক সমীর কিশোর নন্দী ৷

গোবরডাঙ্গা নকসা-র কর্ণধার আশিস দাস , রবীন্দ্র নাট্য সংস্থা-র সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য্য সহ গোবরডাঙ্গার বিভিন্ন নাট্য দলের সদস্য সদস্যরা। উপস্থিত সকলেই রূপান্তরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন ।

৭ আগষ্ট বিকেলে শুরু হয় ” ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল ” এর । এদিন মুক্ত প্রাঙ্গণে পরপর উপস্থাপিত হয় বনগাঁ ধূলা উড়ানিয়া প্রযোজিত নাটক চোখে আঙ্গুল দাদা , চাঁদপাড়া মিউট প্রযোজিত মূকাভিনয় খোকা গেল মাছ ধরতে এবং হৃদয় আকাশ প্রযোজিত ক্লাউনিং আর্ট Based on a False Story.

৮ আগষ্ট ( ২২ শে শ্রাবণ)অনুষ্ঠানের দ্বিতীয়দিন। এ দিনটি রূপান্তর নিবেদন করে রবীন্দ্র প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত নৃত্যে কবিতায়। প্রাঙ্গণে পরিবেশিত হয় হাবরা বর্ণচোরা প্রযোজিত সাংস্কৃতিক কোলাজ বর্ণদ্যুতি এবং রূপান্তর প্রযোজিত নাটক পেটে ও পিঠে ।

সব মিলিয়ে আনন্দময় হয়ে ওঠে গোবরডাঙা রূপান্তরের দুই দিনের অনুষ্ঠান। রূপান্তর সহ-সম্পাদক তাপস দাস বলেন – আগামী ২৫শে ডিসেম্বর ২০২২ রূপান্তর নাট্যচর্চায় পদার্পণ করতে চলেছে ৫০বছরে , তাই সারা বছর রূপান্তর নিয়েছে নানান সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করার।

Previous articleHelth Tips: আজ থেকে আর ভুলেও ফেলবেন না তরমুজের বীজ, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবেন! বলছেন বিশেষজ্ঞরা
Next articleTMC: আজ ‘খেলা হবে দিবস’ থেকেই পথে নামছে তৃণমূল ! শুভেচ্ছা জানিয়েছেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here