Drama :স্কুল ছাত্র-ছাত্রীদের নাট্যচর্চায় উৎসাহিত করে তুলতে গোবরডাঙা রূপান্তরের উদ্যোগে নাট্যকর্মশালা     

0
423

দেশের সময় , গোবরডাঙা : বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীদের নাট্যচর্চায় উৎসাহিত করে তোলার জন্য গোবরডাঙা রূপান্তর নাট্যসংস্থা ১৩ জুলাই ২০২২  গোবরডাঙার  বেড়গুম হাইস্কুল ( উচ্চমাধ্যমিক)  বিদ্যালয়ে  এক নাট্য কর্মশালার আয়োজন করে । 

” ছাত্র-ছাত্রী , শিক্ষা ও নাটক ”  শিরোনামের নাট্য কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীবাকর মল্লিক।  উপস্থিত ছিলেন গোবরডাঙা রূপান্তর নাট্যদলের সভাপতি   শ্রী শশাঙ্ক শেখর দত্ত সহ দলের নয়জন  প্রশিক্ষকগণ এবং বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাগণ।   অনুষ্ঠানটির  সঞ্চালনার দায়িত্বে ছিলেন  অন্বেষা সরখেল ও ইলা পোদ্দার।  

প্রায় ৪০জন ছাত্র-ছাত্রী  নাট্যকর্মশালায় অংশগ্রহণ করেন।   গোবরডাঙা রূপান্তরের ৯জন প্রশিক্ষকগণের তত্ত্বাবধানে সারাদিনের কর্মশালায় ছাত্র-ছাত্রীরা চারটি অণুনাটক প্রস্তুত করে উপস্থাপন করে । দিনের শেষে রূপান্তরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শংসাপত্র দেওয়া হয় ।  নাট্য কর্মশালার সমাপ্ত হয়  সুবীর নারায়ণ দাসের  ম্যাজিক প্রদর্শন দিয়ে ।

Previous articleDrama :গোবরডাঙা “নকশা”গোষ্ঠীর রেখার টানে মঞ্চস্থ নাটক “রাজার খোঁজে”
Next articleRice :বাজার থেকে চকচকে চাল কেনেন? জানেন, কতটা ভুল করছেন? কোন চালের ভাত খাবেন? বিশেষজ্ঞরা কী বলছেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here