Drama: ভূমিসূতা দাসের নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’ নাটক গোবরডাঙ্গা সাংস্কৃতিক মঞ্চে ঝড় তুললো রবির সন্ধ্যায়

0
795

বৈশালী দাশগুপ্ত, গোবরডাঙা: ২৩শে অক্টোবর রবিবার, গোবরডাঙ্গা সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হল গোবরডাঙ্গা নকশা প্রযোজিত ‘চিত্রাঙ্গদা’। নতুন ভাবনার আলোকে আলোকিত হল ভূমিসূতা দাসের নির্দেশিত এই নাটক। চিত্রাঙ্গদা মানেই মহাভারতের গল্প এবং রবিঠাকুরের চিত্রনাট্য বাঙালির চোখে ভেসে ওঠে। কিন্তু এই নাটক সেই ভাবনাকে মাথায় রেখে অথচ তার নিজস্বতা দিয়ে এক নব ও বিমূর্ত ধারণার অবয়ব সৃষ্টি করেছে।

এই নাটকের সবচেয়ে লক্ষণীয় বিষয় হল চারজন চিত্রাঙ্গদা যাদের চারজনকেই একসাথে মঞ্চস্থ করা হয়েছে‌ নিজস্ব গড়িমায়‌। সাধুবাদ জানাতে হয় নকশার সাহসকে কারণ এক‌ই মঞ্চে এক‌ই নাটকে এক‌একজন ব্যক্তি নিজ ভাষায় তার অভিনয়কে মানুষের সামনে তুলে ধরার মতো নতুনত্বকে প্রস্ফুটিত করেছে‌ন।

কেউ বাংলা ভাষায়, কেউ অহমিয়া কেউ আবার প্রয়োগ করেছে উত্তরপ্রদেশের আঞ্চলিক ভাষা। এমনকি জম্মু থেকে আগত এক নাট্যকারকে আমরা দেখি অর্জুন চরিত্রে। প্রত্যেক অভিনেতাই নিজস্ব আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন এই অভিনয়‌। এছাড়াও মঞ্চসজ্জা, আলোর প্রক্ষেপণ গানের উপস্থাপনা সব মিলিয়ে এই নাটকটি নাট্যপ্রেমী মানুষদের কাছে একটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হ‌ওয়ার দক্ষতা রাখে‌।

Previous articleKalipuja 2022:করুণাময়ী কালী মন্দিরের কুমারী পুজো ঘিরে রয়েছে ইতিহাস
Next articleMagazine: ” এবং অবলাবান্ধব ” পড়ে -যেন চলে গেছি উনিশ শতকের দিনগুলিতে: মলয় গোস্বামী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here