Dona Ganguly’রেপ-টেপ সব জায়গাতেই হয়…’ বর্ধমানের এক অনুষ্ঠান শেষে বিতর্কিত মন্তব্য ডোনার

0
327

দেশের সময় ওয়েবডেস্কঃ আরজি কর কাণ্ড নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল সৌরক্ষ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। এর পরে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন, তাতে হেঁটে বিচার চেয়েছিলেন সৌরভ। অনেকেই বলেছিলেন, বিতর্ক ঢাকতে এই মিছিলের আয়োজন। কিন্তু চিকিৎসক তরুণীর মৃত্যুর একমাসের মাথায় বেফাঁস মন্তব্য করলেন ডোনাও। তিনি বলেন, ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…।’

জানা গেছে, সোমবার বিকেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তৃণমূলের  বিধায়ক খোকন দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। 

সেখানেই সংস্কৃতি লোকমঞ্চে হাজির ছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি উৎসবের শুভ উদ্বোধনের পাশাপাশি ‘তাসের দেশ’ নৃত্যনাট্যও পরিবেশন করেন তাঁর দীক্ষা মঞ্জরির ছাত্রছাত্রীদের নিয়ে।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পড়েন ডোনা। গতকাল সুপ্রিম কোর্ট যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে, সেই প্রসঙ্গে তাঁর মতামত চাওয়া হয়। তিনি জবাবে বলেন, ‘এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’

প্রসঙ্গত, গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে তেমন নতুন কোনও তথ্য পাওয়া যায়নি সিবিআইয়ের তরফে। তবে প্রতিবাদ তাতে থামেনি, বরং জোরালো হয়েছে আরও! ‘জাস্টিস অফ আরজি কর’ স্লোগান উঠছে মিছিলে মিছিলে। পথে নেমেছেন সমাজের সব স্তরের মানুষ। এসবের মধ্যেই মহারাজ-ঘরণী বিতর্কিত মন্তব্য করে বসলেন। 

গতকাল ডোনা আরও বলেন, ‘সব মানুষ প্রতিবাদ করছে, এটা আমাদের বাংলার গর্ব। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাব।’

এর পরে অনুষ্ঠান প্রসঙ্গে ডোনা আবার বলেন, ‘আজকে মনটা খুব আনন্দিত, এত বড় নাচের অনুষ্ঠান।’ তার পরে দাবি করেন, সুপ্রিম কোর্টের ঘটনাক্রম নিয়ে বিশেষ কিছু জানেন না তিনি, সে কারণেই বিস্তারিত কথা বলেননি ডোনা।

তবে ডোনার এই মন্তব্যের একই দিনে, সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, ‘অরাজনৈতিক মানুষরা যে ভাবে রাস্তায় নেমেছেন, চাই মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে একটা উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা দেখার মতো।’
 
সৌরভ বললেন, ‘আমি চাইব মেয়েটি যেন দ্রুত সুবিচার পায়। বহু মানুষ এই অরাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছেন। আমিও তাঁদের পাশেই দাঁড়াতে চাই। যে কোনও মামলার ফলাফল ঘোষণা হতে একটু বেশিই সময় লাগে। তবে আমি আদালতের কাছে আবেদন করব, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে যেন সুবিচার দেওয়া হয়। এমন রায় দেওয়া হোক, যাতে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়। ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ না করতে পারেন।’

Previous articleRG Kar: একমাস পূর্ণ হল, বিচার মেলেনি, ৯ মিনিটের নীরবতা পালন কলকাতা ও বনগাঁয় : দেখুন ভিডিও
Next articleSukanya Mondalপ্রায় ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল ,গরু পাচার মামলায় জামিন দিল দিল্লি হাই কোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here