দেশের সময় ওয়েবডেস্কঃ ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে দলকেই বিপাকে ফেললেন দিলীপ। ‘সিবিআই সেটিং’ তত্ত্ব তুলে ধরতে গিয়ে দিলীপ এদিন দাবি করেন, কয়েক বছর ধরেই সিবিআইয়ের সঙ্গে ‘সেটিং’ করা হচ্ছিল বাংলায় । তৃণমূল নেতাদের সঙ্গে সিবিআইয়ের একটি অংশের ‘সেটিং’ হয়ে গেছে। সেই বিষয় বুঝতে পেরেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ইডিকে পাঠিয়েছে!
সেটিং যারা করেছে এখন তাঁরা বলছে, ‘ইডি কেন?’ কারণ এই কুকুরটা পোষ মানবে না, বড় কুকুর কামড়াবে। একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘তবে ওষুধ কম হচ্ছে অসুখ অনুযায়ী। অনেকেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটিতে। সিবিআই এতদিন তদন্ত করছিল কিছু সেরকম তথ্য প্রমাণ বার করতে পারছিল না। হয়ত সর্ষের মধ্যেই ভূত ছিল।’
রবিবার কলকাতার এক কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বাংলায় সিবিআই সেটিং’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আদলতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও কোনও কাজ হচ্ছিল না। গত কয়েক বছর ধরেই বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং চলছিল। সিবিআইয়ের কোনও কোনও আধিকারিক বিক্রি হয়ে গেছেন। সেটা বুঝতে পেরেই রাজ্যের বিভিন্ন মামলার তদন্ত ইডিকে দিয়েছে কেন্দ্র।”
কলকাতা হাইকোর্টের নির্দেশে গরু কয়লা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে। যদিও এইসব মামলায় নিজে থেকেই যুক্ত হয়েছে ইডি। এই প্রসঙ্গ টেনেই এদিন বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। এদিন খড়্গপুরের সাংসদ আরও বলেন, ‘ইডি পোষ মানবে না, কামড়াবে।’
অনুষ্ঠান শেষে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে প্রশ্ন করা হয়, ‘সিবিআই ডোজ কি কম হয়ে গেছে?’ উত্তরে দিলীপ ঘোষ বলেন, “আমার সভাপতিত্বর সময়ে সিবিআই অফিস অভিযান করি আমরা।সিবিআই-ইডি চেষ্টা করছে। তবে এ সবের জন্য সিবিআই ইডির বড় বাহিনী দরকার। রাজ্য তদন্তে সহযোগিতা করছে না। ডোজ আরও বাড়ানো হচ্ছে। সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত।’
দিলীপের এই চাঁছাছোলা মন্তব্যে জল্পনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তদন্তে কী সেটিং, কার কার সঙ্গে সেটিং তাই এখন জানতে চাইছেন রাজ্যবাসী। গরুপাচারে অনুব্রত মণ্ডলের সিবিআই গ্রেফতার নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দিলীপ ঘোষের সেটিং তত্ব পরোক্ষে সিবিআই ওপর চাপ আরও বাড়বে বলেই মত অনেকের। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গ্রেফতার করেছে ইডি। সিবিআই পরে গ্রেফতার করে।
এহেন কথা নতুন নয় দিলীপের। আগেও সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিলীপ। গত মে মাসে বলেছিলেন, ‘মানুষ তদন্ত নয়, রেজাল্ট চায়।’ যদিও ইডি সিবিআই তদন্ত নিয়ে কিছুটা দূরত্ব রেখেই চলেছে রাজ্য বিজেপি। কিন্তু দিলীপ ঘোষের কথায় নতুন করে বিতর্ক উস্কে দিল। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।