Digha: পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে দিঘার হোটেলে আত্মঘাতী অশোকনগরের যুবক

0
720

দেশের সময় ওয়েবডেস্কঃ তাজপুরে ঘুরতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যুর ঘটনা এখনও টাটকা।এরই মধ্যে নিউ দিঘার হোটেলে ফের পর্যটকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল।

পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে সবার অলক্ষ্যে দিঘার হোটেলে আত্মঘাতী (Suicide) হলেন এক পর্যটক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম জয় কর্মকার (২২)। ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে সৈকত শহরে।

সোমবার উত্তর ২৪ পরগনা অশোকনগর থেকে ১৪ জনের একটি দল দিঘায় বেড়াতে আসে। নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। মঙ্গলবার সন্ধেবেলা পরিবারের লোকজন সমুদ্র সৈকতে বেড়াতে যান।

জানা গেছে, শরীর ভালো নেই বলে হোটেলের ঘরে একা থেকে যায় ওই যুবক। পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন সিলিং ফ্যানে গামছা দিয়ে ঝুলছে যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবক উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার ঘুমা নিবেদিতা পল্লীর বাসিন্দা ছিলেন।

মৃত যুবকের ভাই জানিয়েছেন, ‘‌কী কারণে দাদা আত্মঘাতী হল বুঝতে পারছি না।’‌ তবে আত্মহত্যার পিছনে পারিবারিক অশান্তি থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মৃতের ভাই।

ওই পর্যটক কী কারণে আত্মঘাতী হল তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleMamata Banerjee: স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর! ক্ষোভ উগড়ে দিলেন পূর্ত দফতরের উপরেও
Next articleAnubrata Mandal: ‘সুর বদল’ অনুব্রতর ,বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিতে চেয়ে নিজেই দিলেন চিঠি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here