Delhi New CM Atishi Marlena অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির মসনদে,অতিশীকে বেছে নিলেন কেজরীওয়াল

0
121
হীয়া রায় দেশের সময়

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে যাবতীয় জল্পনার অবসান । বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিতের পর আম আদমি পার্টিও রাজধানীকে একজন মহিলা মুখ্যমন্ত্রী উপহার দিল।

অরবিন্দ কেজরিওয়ালের তাঁর মন্ত্রিসভার এই মহিলা মন্ত্রীকে উত্তরসূরি বেছে নেওয়ার সিদ্ধান্তে কেউই অবাক হননি। শুধু আম আদমি পার্টিই নয়, বিজেপি এবং কংগ্রেসেও গুঞ্জন ছিল আতিশীর নাম নিয়ে। বিরোধীরা এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যে আতিশী বাদে অন্য কাউকে আপ সুপ্রিমো মুখ্যমন্ত্রী পদে তাঁর উত্তরসূরি বাছলে মহিলার প্রতি বঞ্চনার অভিযোগ উঠত।

কেজরিওয়ালের কুর্সিতে বসবেন আতিশি। নয়া মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি। এই মুহূর্তে শিক্ষা এবং পূর্ত দপ্তরের দায়িত্ব সামলান তিনি। অরবিন্দ কেজরিওয়াল ইস্তফার কথা ঘোষণা করার পর থেকেই মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন আপ-এর এই নেত্রী।

দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হবেন আতিশি। তাঁকে অরবিন্দ কেজরিওয়ালের কিচেন ক্যাবিনেটের বিশ্বস্ত সৈনিক মনে করা হয়। আর তাই মঙ্গলবার দায়িত্ব নিয়েই অরবিন্দ কেজরিওয়ালকে নিজের গুরু বলে উল্লেখ করলেন তিনি।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার ফেলার চক্রান্তে কেজরিওয়ালের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে। দিল্লিতে কেবলমাত্র একটিই মুখ্যমন্ত্রী রয়েছেন। তাঁর নাম অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে ফের একবার দিল্লির কুর্সিতে বসানোর জন্যই আমি আগামী কয়েকমাস লড়াই করব।’ দিল্লি ক্যাবিনেটের একমাত্র মহিলা মন্ত্রী অতিশির কাঁধে এ বার গুরুদায়িত্ব। সেই দায়িত্ব তিনি নিজের গুরুর পরামর্শ এবং তত্ত্বাবধানে করবেন বলে জানিয়েছেন আতিশি।

https://x.com/ANI/status/1835950024435638642?t=uG7bKGmoOCV4c3EyRJjTDg&s=19

তিনি এ দিন আরও বলেন, ‘আমি যদি অন্য কোনও পার্টিতে থাকতাম আমায় হয়তো নির্বাচনে টিকিটও দেওয়া হত না। কিন্তু, কেজরিওয়াল আমার উপর ভরসা করেছেন।’

https://x.com/AAPforNewIndia/status/1835923230189576261?t=yTjMXcMthsISI4yYB-E-Cw&s=19

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশি কালকাজি এলাকার বিধায়ক। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার গ্রেপ্তারের পর তিনি মন্ত্রিত্ব পান। কেজরিওয়াল জেলবন্দি থাকাকালীন তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গত ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের জন্য কেজরিওয়াল আতিশির উপরই দায়িত্ব দেন। আপ নেতৃত্ব আতিশির উপর ভরসা করে তা বলাই বাহুল্য।

২০১৯ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম ভোটে লড়েছিলেন আতিশি। কিন্তু সে বার BJP প্রার্থী গৌতম গম্ভীরের কাছে ৪ লক্ষ ৭৭ হাজার ভোটে হেরে যান তিনি। এরপর ২০২০ সালে তিনি কালাকাজি বিধানসভা থেকে ভোটে দাঁড়ান। ২০২৩ সালে প্রথমবার কেজরিওয়াল ক্যাবিনেটের সদস্য বেছে নেওয়া হয় আতিশিকে।

Previous articleChief Justice DY Chandrachud রিপোর্টে সিবিআই যা বলেছে তা ভয়ানক উদ্বেগের ,সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না: প্রধান বিচারপতি
Next articleA Tribute to late poet ‘ Binoy Majumder’ বাংলা কবিতার জাদুকর প্রয়াত কবি বিনয় মজুমদারের জন্মদিনে দেশের সময় -এর শ্রদ্ধাঞ্জলী : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here