দেশের সময় ওয়েবডেস্কঃ .পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। গোটা বাড়িটাই এখন গ্রাসে। বাঁচার জন্য অনেকেই বহুতল থেকে ঝাঁপ দেন বলে জানা গেছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২৭ জনের। অন্তত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল।
জানাগিয়েছে ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে৷ তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
কীভাবে বহুতলটিতে আগুন লাগল তা এখনও জানা যায়নি। স্থানীয়রা বলছেন, শুক্রবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ তিন তলা বাড়িটির একতলা ও দু’তলায় আগুন লাগে। তারপর দ্রুত ছড়াতে থাকে আগুন। গোটা বাড়িটাই দাউদাউ করে জ্বলতে শুরু করে। প্রাণভয়ে আর্তনাদ শুরু করে দেন বাড়ির লোকজন। অনেকেই বহুতল থেকে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসের তরফ থেকে টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। মৃতদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে ওই টুইটে।
Distressed by the tragic fire accident at a building near Mundka Metro Station in Delhi. My condolences to the bereaved families. I wish for speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) May 13, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে।
#WATCH | Fire near Mundka metro station, Delhi: 1 woman dead in the fire. Rescue operation continues with about 15 fire tenders at the spot, as per DCP Sameer Sharma, Outer district pic.twitter.com/okHUjGE7cn
— ANI (@ANI) May 13, 2022
The deceased woman is yet to be identified. Rescue operation on. Police force deployed with the area being cordoned off. About 15 fire tenders are at the spot, & more coming in. Fire on two floors. About 50-60 people rescued, and 2-3 injured: Sameer Sharma, DCP, Outer district pic.twitter.com/bn4QAjD1sw
— ANI (@ANI) May 13, 2022