Delhi Fire: দিল্লি মেট্রো স্টেশনের কাছ অফিসবাড়িতে আগুনে ঝলসে মৃত্যু অন্তত ২৭ জনের!

0
378

দেশের সময় ওয়েবডেস্কঃ .পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। গোটা বাড়িটাই এখন গ্রাসে। বাঁচার জন্য অনেকেই বহুতল থেকে ঝাঁপ দেন বলে জানা গেছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২৭ জনের। অন্তত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল।

জানাগিয়েছে ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে৷ তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কীভাবে বহুতলটিতে আগুন লাগল তা এখনও জানা যায়নি। স্থানীয়রা বলছেন, শুক্রবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ তিন তলা বাড়িটির একতলা ও দু’তলায় আগুন লাগে। তারপর দ্রুত ছড়াতে থাকে আগুন। গোটা বাড়িটাই দাউদাউ করে জ্বলতে শুরু করে। প্রাণভয়ে আর্তনাদ শুরু করে দেন বাড়ির লোকজন। অনেকেই বহুতল থেকে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসের তরফ থেকে টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। মৃতদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে ওই টুইটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে।

Previous articleED Raid Ashoknagar : বাংলাদেশ থেকে রাজ্যে টাকা ‘পাচার’, মাছ ব্যবসার আড়ালে হাওয়ালা চক্র? অশোকনগরে ইডি-র তল্লাশি অভিযান
Next articleBuddhadeb Bhattacharjee: “গোটা দেশে ভয়ঙ্কর পরিস্থতি! লড়াই চলছে, আরও জোরদার করতে হবে” যুব সম্মেলনকে বার্তা বুদ্ধদেবের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here