Darshana Banik এবার বাংলাদেশে নাটক করলেন কলকাতার দর্শনা

0
153
জাকির হোসেন: ঢাকা

কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক ইতোমধ্যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। এবার তিনি ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধেছেন। সিনেমায় নয়, রাফাত মজুমদার পরিচালিত ‘ইতিবৃত্ত’ শিরোনামের একটি নাটকে।

সংবাদমাধ্যম অনুযায়ী, টানা চারদিন নাটকটির শুটিং শেষ করে করে গত মাসে কলকাতা ফিরেছেন দর্শনা বণিক।

নাটকে অভিনয় সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমাদের এখানে (ভারতে) বাংলাদেশি নাটকের প্রচুর ফ্যান রয়েছে, তার মধ্যে আমিও একজন। সময় পেলেই বাংলাদেশের নাটক দেখি। সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল অন্তত একটা হলেও নাটক করতে চাই। এবার যখন প্রস্তাব পেলাম, সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটা করা হয়ে গেল। সুযোগ থাকলে সামনেও হয়তো বা আরও করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে কয়েকটা সিনেমাতেই কাজ করেছি আমার অভিজ্ঞতা খুবই চমৎকার। এবার নাটকের কাজ করতে গিয়েও ঠিক একই অভিজ্ঞতা। নাটক যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হয় সেক্ষেত্রে একটু তাড়াহুড়ো থাকে এবং একইদিনে অনেকগুলো দৃশ্যের শুট করতে হয়। তবে আমার ক্ষেত্রে এত বেশি চাপ ছিল না কারণ সময় নিয়েই কাজটা করেছি। যতদূর জানি, ওখানে দুই দিনে নাটকের শুটিং হয় কিন্তু এই নাটকটা চার দিনে শুট করেছি। ইট ওয়াজ ফান। মজা করতে করতে শুটিং করে ফেলেছি আমরা। পুরোটা সময় বেশ উপভোগ করেছি। খুবই সুন্দর একটা দেশ৷ মানুষগুলোও খুব আপন মনে হয়৷ আবার বাংলাদেশে আসতে চাই৷’

এর আগে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’, জিয়াউল রোশানের বিপরীতে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেন দর্শনা বণিক। এছাড়াও বাংলাদেশের সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।

Previous articleTMC Candidate:  উপনির্বাচনে বাগদায় মতুয়া প্রার্থীর দাবি , মমতাকে চিঠি দিচ্ছেন তৃণমূল নেতারা,পোষ্টার বিতর্কে বিজেপি: দেখুন ভিডিও
Next articleJyotipriya Mallick  চিঠি রহস্য উন্মোচনে এবার বালুর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করতে আদালতে আর্জি ইডির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here