Daily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

0
701

মেষ/ARIES
অপসারিত। নেতিবাচক মানুষের সঙ্গে সময় নষ্ট করবেন না। সম্মানপ্রাপ্তি। উত্তেজনা বৃদ্ধি। সমস্যার সমাধান।

বৃষ / TAURUS
বিপদমুক্ত। রোম্যান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে।

মিথুন GEMINI
সমস্যার সমাধান। গোলযোগের আশঙ্কা। বদলির সম্ভাবনা। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। 

কর্কট CANCER
পিতৃ বিরোধ। ব্যবসায়ীদের জন্য শুভ। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। আর্থিক উন্নতি। 

সিংহ LEO গৌরব বৃদ্ধি। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। রাজনৈতিক সংঘর্ষ। পারিবারিক শুভ। সঙ্গীতে সাফল্য। দুর্ঘটনার যোগ। 

কন্যা VIRGO  
পুলিশি ঝামেলা। প্রবঞ্চনা। মানসিক ক্ষোভ। দৈনন্দিন জীবনধারা ঠিক রাখুন। অকারণে ব্যয়। কর্মে খ্যাতিলাভ। অসাধুতা। 

তুলা LIBRA
রাজনৈতিক সংঘর্ষ। আর্থিক ক্ষতি। কর্মক্ষেত্রে উন্নতি। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে।

বৃশ্চিক SCORPIO
গোপন কথা ফাঁস। মানসিক আঘাত। মামলায় জয়। বন্ধুর উপদেশ কাজে লাগবে। জীবাণু সংক্রমণ। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। 

ধনু SAGITTARIUS সহকারী বিরোধ। পাওনা থেকে বঞ্চিত। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। অর্থনৈতিক পরিস্থিতি ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে।

মকর CAPRICORN
ভোগ বিলাস। রপ্তানিতে লাভ। হয়রানি। অর্থক্ষতি। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। ভোগ বিলাস। নৈতিক অবনতি। শিক্ষায় বাধা। মানসিক আঘাত।

কুম্ভ AQUARIUS
যাত্রায় বিঘ্ন। অনুরাগ বৃদ্ধি। পৃষ্ঠবেদনা। ভ্রমণ যোগ রয়েছে। অহেতুক অর্থনাশ। কর্মে সুখ্যাতি লাভ হবে। ব্যবসায় শত্রু বৃদ্ধি। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি। 

মীন PISCES
প্রণয়াসক্তি। কর্মক্ষেত্রে সফলতা। পরিকল্পনায় সফল হবেন। পদপীড়ায় কষ্ট। উৎপাদন বৃদ্ধি। অনুরাগ বৃদ্ধি।

Previous articleবনগাঁ-চাকদহ রোডের দু’ধারে নির্বিচারে বৃক্ষনিধন! রাজ্যকে গাছ লাগিয়ে ছবি জমা করতে বলল আদালত
Next articleWinter in Darjeeling : শীতের আমেজে দার্জিলিং এ মজেছেন পর্যটকেরা,কলকাতায় শীতের পথে বাধা নিম্নচাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here