![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1633844855333-684x1024-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/01.jpg)
মেষ/ARIES
ব্যবসায় জটিলতা। অনুতাপ। ধর্মে আগ্রহ বৃদ্ধি। উৎফুল্লতা। ভগ্নীস্নেহ। রক্তচাপে কষ্ট। বিচ্ছেদ ভয়। দাম্পত্য ক্ষতি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/02.jpg)
বৃষ / TAURUS
মানসিক উদ্বেগ। নৈতিক জয়। সম্মান প্রাপ্তি। নানা কাজে অর্থ ব্যয়। জীবনে পরিবর্তন আসবে। জলযানে বিপদ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/03.jpg)
মিথুন GEMINI
মিথ্যাপবাদ। কর্মে সুখ্যাতি লাভ হবে। প্রতারিত। কর্মে অনীহা। অপব্যয়। আরোগ্যলাভ। সড়ক সমস্যার সম্ভাবনা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/04.jpg)
কর্কট CANCER
আশাতিরিক্ত লাভ। অপবাদ। শুভ যোগাযোগ। দুশ্চিন্তা গ্রস্ত। পারিবারিক কলহ। মাতৃবিরোধ। গৃহ সমস্যা। সন্তোষলাভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/05.jpg)
সিংহ LEO
হঠাৎ প্রাপ্তি। আরোগ্যলাভ হবে। শোকাভিভূত। অসৎকর্মে ক্ষতি। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। মনোবাঞ্ছা পূরণ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/06.jpg)
কন্যা VIRGO
স্নায়ু রোগ। মনোমালিন্য। গুপ্তশত্রুতায় ক্ষতি। বিলাসিতা। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। মান -যশ প্রাপ্তি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/07.jpg)
তুলা LIBRA
আত্মীয় সমাগম। প্রিয়জন সান্নিধ্য। প্রফুল্লতা। নতুন কর্মের সূচনা। আপনার মনোযোগ দূরে সরে যাচ্ছে। কর্মে সুখ্যাতি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/08.jpg)
বৃশ্চিক SCORPIO
জ্বরাদিভোগ। শত্রুনাশ। হঠাৎ প্রাপ্তি। কঠোর পরিশ্রমের ফল পাবেন। কৃষিকাজে বিকাশ ও সাফল্য আসবে। অসৎসঙ্গে ক্ষতি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/09.jpg)
ধনু SAGITTARIUS
অপত্যস্নেহ। পদোন্নতি। যা কিছু ঘটছে, সেগুলোকে একমাত্র সমাধান হিসেবে বিবেচনা না করে, নিজের জন্য বড় লক্ষ্য নির্ধারণের প্রয়োজন হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/10.jpg)
মকর CAPRICORN
যানবাহনে বিপদ। অস্থিরভাব। প্রতিদ্বন্দিতায় সাফল্য। কাজের প্রতি বেশি মনোযোগ দিন। পরিশ্রম বৃদ্ধি। জনসেবায় ব্যস্ত।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/11.jpg)
কুম্ভ AQUARIUS
রোগব্যাধি। প্রেমে অশান্তি। মনঃকষ্ট। অর্থনৈতিক সমস্যা মিটবে। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। বিকল্প কাজের চেষ্টা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/12.jpg)
মীন PISCES
সঞ্চয় বিঘ্ন। নব পরিকল্পনার যোগ রয়েছে। সন্তানের সাথে বিরোধ। অসৎসঙ্গে ক্ষতি। হতাশা বৃদ্ধি। কূটনৈতিক জয়। অপত্য স্নেহ। গৃহ সমস্যা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1634548855620.jpg)