![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/01.jpg)
মেষ/ARIES
কাজ কর্ম তো চলতেই থাকবে, এর মধ্যে নিজের শরীরের যত্নও আপনাকে নিতে হবে। চাকুরিজীবীদের কাজের চাপ বাড়লেও মনের মধ্যে অস্থিরতা তৈরী হবে। ব্যবসায়ীদের আজ অপ্রত্যাশিত লাভ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/02.jpg)
বৃষ / TAURUS
অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দিন। সময়টা নষ্ট করবেন না। আজ আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/03.jpg)
মিথুন GEMINI
আজ কোনও অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাকে কর্মক্ষেত্রে সমস্যা থেকে রক্ষা করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালোই লেনদেন হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/04.jpg)
কর্কট CANCER
কাজের চাপ আপনার স্ট্রেস বাড়াবে। আপনার আর্থিক অবস্থা বেশ ভাল থাকবে। দিনের দ্বিতীয়াংশে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/05.jpg)
সিংহ LEO
যারা অনেক দিন ধরে কোনও ভালো চাকরি খুজছেন, তাদের জন্য আজ সুখবর আসতে পারে। যারা বেসরকারি সংস্থায় কর্মরত আছেন, তাদের জন্য পরিশ্রম বাড়বে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/06.jpg)
কন্যা VIRGO
চাকুরিজীবীদের থেকে ব্যবসায়ীরা নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক লাভ করার সুযোগ পাবেন। তবে খরচকে আরেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/07.jpg)
তুলা LIBRA
আপনি আপনার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলুন। অবশ্যই সফলতা পাবেন। বিবাহিত জীবনে অভাবের মধ্যেও ভালোবাসা বজায় থাকবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/08.jpg)
বৃশ্চিক SCORPIO
এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ পেতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় বিনিয়োগ করার আগে আর একবার পরিকল্পনা করে নিন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/09.jpg)
ধনু SAGITTARIUS
আপনি আজ দিনের শুরুতে কাজের পরিকল্পনা করে ফেলুন। পার্টনারশিপে ব্যবসা আজ আর্থিক লাভ হবে। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় করতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/10.jpg)
মকর CAPRICORN
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীদের আর্থিক লাভ হবে। যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের কিছু বাধার সম্মুখীন হতে হবে। চাকুরিজীবীদের ক্ষেত্রে কাজের দায়িত্ব বাড়বে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/11.jpg)
কুম্ভ AQUARIUS
ব্যবসায়ীদের জন্য আজ দিনটি বেশ ভালো। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন তারা আজকের দিনটি ব্যবহার করতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরী হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/12.jpg)
মীন PISCES
বাধার মধ্যেও সফলতা পাবেন। ব্যবসায়ীরা আর্থিক লাভ দেখতে পারবেন। আজ কাউকে টাকা ধার দেবেন না। চাকুরিজীবীরা তাদের দক্ষতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সফলতা পাবেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/07/12X10-2-new-scaled.jpg)