Daily Horoscope: কন্যা রাশির চাকুরীতে পদন্নোতি,
মেষ রাশির জাতকের সহানুভূতি লাভ , আপনার রাশিফল দেখুন

0
540

মেষ/ARIES
সহানুভূতি লাভ। অর্থনৈতিক সংকট থাকবে। স্বাস্থ্যোন্নতি হবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আশার সঞ্চার। ঋণ পরিশোধের যোগ। দ্রব্যাদি লাভ। 

বৃষ / TAURUS
আর্থিক ক্ষতি। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সু-সংবাদ প্রাপ্তি হবে। মিথ্যা অপবাদ। রক্তপাতের সম্ভাবনা। পারিবারিক বিপদ। অবৈধ প্রণয়।

মিথুন GEMINI
কর্মে বাধা। আকস্মিক বিপদ। যৌথ ব্যবসায় ক্ষতি। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অপবাদ থেকে দূরে থাকুন। পৈতৃকসূত্রে লাভ।

কর্কট CANCER পত্নীবিবাদ। জীবানু সংক্রমণ। হঠকারিতায় ক্ষতি। দাম্পত্য সুখ মিলবে। চাকুরীক্ষেত্রে উন্নতি। আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। সম্পর্কে উন্নতি। অপযশ।

সিংহ LEO
শুভ যোগ। কর্মে খ্যাতিলাভ। মিথ্যাপবাদ। মানসিক শক্তি বাড়বে। প্রতিদ্বন্দিতায় সাফল্য। স্বাস্থ্যহানি। অসৎসঙ্গে ক্ষতি। পরোপকারে শান্তি লাভ হবে।

কন্যা VIRGO
চাকুরীতে পদন্নোতি। রমণীপ্রীতি। উদাসীনতায় ক্ষতি। উদ্বেগ বৃদ্ধি। গৃহে চুরির সম্ভাবনা। আরোগ্যলাভ হবে। বহু পুরনো সমস্যার সমাধান হবে। 

তুলা LIBRA
বিশ্বাসঘাতকটা। সতর্ক না হলে ঝামেলায় জড়াতে পারেন। মানসিক তৃপ্তি। বন্ধুদ্বারা ক্ষতি। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। ঔদ্ধত্যে ক্ষতি। রোমান্টিক সময় কাটবে। মানসিক ক্ষোভ।

বৃশ্চিক SCORPIO
অলৌকিক সংবাদ প্রাপ্তি। সমস্যার সমাধান। চিকিৎসায় বাধা। জীবনে নতুন মানুষ আসতে পারে। দ্বি- চক্রযানে বিপদ। প্রতিষ্ঠা লাভ। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। অর্থনৈতিক উন্নতি হবে। 

ধনু SAGITTARIUS
ভাতৃস্নেহ। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। এই মাস বিনিয়োগের জন্য ভাল। নব প্রচেষ্টা। পারিবারিক সুখ। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। চিত্তের দুর্বলতা। 

মকর CAPRICORN
অমনোযোগী। বন্ধুর সহায়তা লাভ হবে। ব্যবসার নিকে নজর দিন। প্রাপ্তিতে বাধা। ধনাগম। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। 

কুম্ভ AQUARIUS
মনস্তাপ। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। ভোগবিলাস। কৃষিজীবীদের সমস্যা। শোকসংবাদ। হঠাৎ প্রাপ্তি। সুপরামর্শে লাভ। পিতার পরামর্শে উন্নতি। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন।
 

মীন PISCES
আনন্দ সংবাদ। শক্রির অপচয়। জীবনে নতুন মানুষ আসতে পারে। গুহ্যপীড়া। উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে। বিপদাশঙ্কা। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। আপনার সঙ্গী সুখী করে তুলবে। 

Previous articleগাইঘাটা শিমুলপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটের পর প্রাক্তন প্রধান কণা গুহর দাবি তিনি ভয়ে আছেন ,শান্তি ফেরানোর হোক
Next articleভরা কোটাল-কাঁটা! তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা উপকূলে,নবান্নের তীক্ষ্ম নজরে সুন্দরবন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here