দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক:মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
মেষ/ARIES
কাজের মাঝে বিশ্রাম নেওয়াও প্রয়োজন। ঘনিষ্ট বন্ধুর সাহায্যে আর্থিক লাভের যোগ। জরুরি কাজ পিছিয়ে যাবে।
বৃষ / TAURUS
আবেগের সঙ্গে সঙ্গে কথা এবং কাজ দুইয়ের প্রতি খেয়াল রাখতে হবে। ঋণ দেওয়া ক্ষতির কারণ হতে পারে।
মিথুন GEMINI
মানসিক চাপ এড়িয়ে চলুন। অর্থাগমের যোগ রয়েছে। পুরানো কোনও ঋণ মিটিতে দিতে সক্ষম হবেন।
কর্কট CANCER
পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম আর নিষ্ঠার ফল পেতে পারেন। আর্থিক পুরস্কার পাওয়ার যোগ রয়েছে।
সিংহ LEO
যৌথ ব্যবসা বা সন্দেহজনক কোনও স্কিমে বিনিয়োগ করবেন না। কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করতে পারবেন।
কন্যা VIRGO মানসিক শান্তি বজায় থাকবে। নতুন বিনিয়োগের সুযোগ পাবেন। সুন্দর পারিবারিক সময় কাটাতে পারবেন।
তুলা LIBRA
ভ্রমণ এড়িয়ে চলুন। ধকল নিতে পারবেন না। শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনও সম্পত্তি লাভ করতে পারেন।
বৃশ্চিক SCORPIO
পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। অর্থ সাশ্রয়ে মন দিন, না হলে অদূর ভবিষ্যতে সমস্যা পড়তে হতে পারে।
ধনু SAGITTARIUS
মানসিক উত্তেজনা থাকবে। মতনৈক্যের কারণে দ্বন্দ্ব ও বিবাদ হতে পারে। মূল্যবান দ্রব্যের প্রতি যত্নবান হোন। খরচ বাড়তে পারে।
মকর CAPRICORN
স্ত্রীর দ্বার অনুপ্রাণিত হতে পারেন। ব্যবসায়ীরা ভালো লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে ভালো দিন কাটাবেন।
কুম্ভ AQUARIUS
বর্তমান অবস্থা নিয়ে মন খারাপ বা অভিযোগ করে কোনও ফল হবে না। ভালো সময়ের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
মীন PISCES
বন্ধুদের সঙ্গে এখটা ভালো দিন কাটাতে পারেন। তবে খরচে রাশ টানা জরুরি। শুভাকাঙ্খীদের তিরস্কারে রেগে গেলে আপনার ক্ষতি।