Daily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল

0
535

মেষ/ARIES
মামলায় জড়িত। সৌভাগ্য বৃদ্ধি। বন্ধু দ্বারা ক্ষতি। মেধার বিকাশ। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। চিকিৎসা ব্যয়। 

বৃষ / TAURUS
পথ দুর্ঘটনা। জনসেবায় ব্যস্ত। অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শরীরচর্চার প্রতি মনযোগ দিন। লাম্পট্য। উদ্বেগ বৃদ্ধি। শুভ সংবাদ। 

মিথুন GEMINI
পরিকল্পনায় সফল। গৃহসংস্কারে ব্যয়। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। গঞ্জনাভোগ। ঈর্ষান্বিত। জীবনের জন্য এটিই সেরা সময়। 

কর্কট CANCER
আর্থিক চিন্তা। পিতৃবিরোধ। ঋণমুক্তি। অস্থিরতা ভাব। আর্থিক অনটন। আর্থিক উন্নতি। চিন্তান্বিত। শরিকি বিরোধ। গঞ্জনাভোগ। উদারতা প্রদর্শন।

সিংহ LEO  
সৎকার্যে ব্যয়। মামলায় জয়। বৈষয়িক সমাধান। মানসিক ক্ষোভ থাকবে। সম্পত্তি বিরোধ। রক্তচাপে কষ্ট। ধার্মিক দিকে মন যেতে পারে। 

কন্যা VIRGO  
মানসিক অবসাদ। শ্লেষ্মা বৃদ্ধি। সমস্যার সমাধান। সহযোগিতায় লাভ। প্রতিষ্ঠা লাভ।  প্রাপ্তি থেকে বঞ্চিত। বিড়ম্বনা বৃদ্ধি। মনোমালিন্য। 

তুলা LIBRA
রাজনৈতিক সংঘর্ষ। অনুশোচনা। উপহার প্রাপ্তি। সাংসারিক ঝামেলা। মামলায় হার। রাজনৈতিক বিবাদ। পরিশ্রম বৃদ্ধি। কেরিয়ারে উন্নতি।    

বৃশ্চিক SCORPIO
সাফল্য লাভ। সমাধান। সমস্যার সমাধান। পরিবারে শান্তি ও সুখ থাকবে। প্রতিযোগিতায় সাফল্য। ব্যবসায় মন্দাভাব। শিরঃপীড়ায় কষ্ট। 

ধনু SAGITTARIUS
শিক্ষাক্ষেত্রে ব্যঘাত। অনর্থপাত। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চিকিৎসা বিভ্রাট। নৈতিক অবনতি। সুপরামর্শে লাভ। 

মকর CAPRICORN
চিকিৎসা বিভ্রাট। লটারীতে অর্থপ্রাপ্তি। পরিকল্পনায় বাধা। কোনও শত্রু থাকলে যৌথ ব্যবসায় ক্ষতি। আশান্বিত। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। 

কুম্ভ AQUARIUS
বিলসিতা। সমাজসেবায় ব্যয়। পদপীড়ায় কষ্ট। স্বাস্থ্যের দিকে নজর দিন। সহানুভূতি লাভ। পদোন্নতি।  নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। 

মীন PISCES
আত্মতৃপ্তি। ঋণশোধ। ভ্রমণ যোগ রয়েছে। পুরস্কার লাভ। আশান্বিত। এই মাস বিনিয়োগের জন্য ভাল। প্রতিযোগিতায় সাফল্য। শিক্ষায় অগ্রগতি। 
 

Previous articleমৌন মিছিলে সুব্রত স্মরণ বনগাঁয়
Next articleWeather Update: বাংলায় শীত আসছে কবে? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here