Daily Horoscope: কোজাগোরী লক্ষ্মীপুজোয় আজ কেমন কাটবে সারাদিন? জানুন রাশিফল অনুযায়ী

0
389

মেষ/ARIES
ব্যবসায় জটিলতা। অনুতাপ। ধর্মে আগ্রহ বৃদ্ধি। উৎফুল্লতা। ভগ্নীস্নেহ। রক্তচাপে কষ্ট। বিচ্ছেদ ভয়। দাম্পত্য ক্ষতি। 


বৃষ / TAURUS
মানসিক উদ্বেগ। নৈতিক জয়। সম্মান প্রাপ্তি। নানা কাজে অর্থ ব্যয়। জীবনে পরিবর্তন আসবে। জলযানে বিপদ। 


মিথুন GEMINI
মিথ্যাপবাদ। কর্মে সুখ্যাতি লাভ হবে। প্রতারিত। কর্মে অনীহা। অপব্যয়। আরোগ্যলাভ। সড়ক সমস্যার সম্ভাবনা। 

কর্কট CANCER
আশাতিরিক্ত লাভ। অপবাদ। শুভ যোগাযোগ। দুশ্চিন্তা গ্রস্ত। পারিবারিক কলহ। মাতৃবিরোধ। গৃহ সমস্যা। সন্তোষলাভ। 

সিংহ LEO
হঠাৎ প্রাপ্তি। আরোগ্যলাভ হবে। শোকাভিভূত। অসৎকর্মে ক্ষতি। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে।  মনোবাঞ্ছা পূরণ।

কন্যা VIRGO
স্নায়ু রোগ। মনোমালিন্য। গুপ্তশত্রুতায় ক্ষতি। বিলাসিতা। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। মান -যশ প্রাপ্তি।  

তুলা LIBRA
আত্মীয় সমাগম। প্রিয়জন সান্নিধ্য। প্রফুল্লতা। নতুন কর্মের সূচনা। আপনার মনোযোগ দূরে সরে যাচ্ছে। কর্মে সুখ্যাতি।

বৃশ্চিক SCORPIO
জ্বরাদিভোগ। শত্রুনাশ। হঠাৎ প্রাপ্তি। কঠোর পরিশ্রমের ফল পাবেন। কৃষিকাজে বিকাশ ও সাফল্য আসবে। অসৎসঙ্গে ক্ষতি। 

ধনু SAGITTARIUS
অপত্যস্নেহ। পদোন্নতি। যা কিছু ঘটছে, সেগুলোকে একমাত্র সমাধান হিসেবে বিবেচনা না করে, নিজের জন্য বড় লক্ষ্য নির্ধারণের প্রয়োজন হবে।

মকর CAPRICORN
যানবাহনে বিপদ। অস্থিরভাব। প্রতিদ্বন্দিতায় সাফল্য। কাজের প্রতি বেশি মনোযোগ দিন। পরিশ্রম বৃদ্ধি। জনসেবায় ব্যস্ত। 

কুম্ভ AQUARIUS
রোগব্যাধি। প্রেমে অশান্তি। মনঃকষ্ট। অর্থনৈতিক সমস্যা মিটবে। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। বিকল্প কাজের চেষ্টা। 

মীন PISCES
সঞ্চয় বিঘ্ন। নব পরিকল্পনার যোগ রয়েছে। সন্তানের সাথে বিরোধ। অসৎসঙ্গে ক্ষতি। হতাশা বৃদ্ধি। কূটনৈতিক জয়। অপত্য স্নেহ। গৃহ সমস্যা। 

Previous articleনৈনিতালে আটকে অন্তত ৩০ জন বাঙালি পর্যটকরা , উদ্ধারে সক্রিয় নবান্ন
Next articleনতুন করে দার্জিলিঙে ধস, উত্তাল তিস্তা, বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত, ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here