Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন দেখুন রাশিফল

0
602

মেষ/ARIES
খরচ নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে ভুল হতে পারে, সাবধান থাকতে হবে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।

বৃষ / TAURUS
দাম্পত্য কলহে সমস্যা বাড়তে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন।

মিথুন GEMINI
পিতা-মাতার সঙ্গে মতানৈক্যের জেরে অশান্তি হতে পারে। কথায় নিয়ন্ত্রণ রাখুন তা হলে অেক সমস্যা থেকে বাঁচবেন। 

কর্কট CANCER
প্রতিবেশীর কুমন্ত্রণার ফলে পারিবারিক অশান্তি হতে পারে। অচেনা ব্যক্তির সঙ্গে আর্থিক সম্পর্ক ক্ষতিকারক হতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন।

সিংহ LEO
কোনও ঝগড়া কোর্টের মামলা পর্যন্ত গড়াতে পারে। তার সঙ্গে খরচও বৃদ্ধি পেতে পারে। বাকসংযম একান্ত প্রয়োজন। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। 

কন্যা VIRGO
মোহ থেকে মনোকষ্ট বাড়তে পারে। মেডিটেশন করলে সুফল পাবেন। পরাবারিক নানা কাজে ব্যস্ত থাকতে হতে পারে।

তুলা LIBRA
বেকাররা চাকরি সুযোগ পেতে পারেন। এটা আপনাদের আর্থিক দিকটি শক্তিশালী করবে। পরনিন্দা থেকে দূরে থাকুন। স্ত্রী কোনও কারণে আঘাত পেতে পারেন।

বৃশ্চিক SCORPIO
বিনিয়োগ করার আগে ভালো করে পরামর্শ করে নিন। ব্যবসার জন্য ভ্রমণের যোগ রয়েছে, যা ভবিষ্যতে বেশ লাভজনক হতে পারে।

ধনু SAGITTARIUS
আজ ঋণ দিলে তা ফেরত না আসার সম্ভাবনা প্রবল। বিশেষত চেনা কোনও ব্যক্তি ঋণ নিলে সমস্যা বাড়বে। পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

মকর CAPRICORN
আকস্মিক বিয়ের যোগ তৈরি হতে পারে। প্রেম সম্পর্ক মজবুত হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। খরচ কমানোর দিকে মন দিন। 

কুম্ভ AQUARIUS
পরিবারের দিকে নজর দিন, তাদের সময় দেওয়ার চেষ্টা করুন। এতে মনোমালিন্য দূর হবে। পরিবারের সমর্থন পাবেন। অজানা উৎস থেকে অর্থাগম হতে পারে। 

মীন PISCES
কর্মক্ষেত্রে শত্রুর পরাজয় হবে। শান্তি বজায় রাখতে রাগ নিয়ন্ত্রণ করুন। পারিবারিক পরিবেশ দূষিত হতে দেবেন না। ব্যবসার কারণে ভ্রমণ করতে হতে পারে।

Previous articleরোটারি ক্লাবের পক্ষ থেকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র বনগাঁ মহকুমা হাসপাতালকে
Next articleসপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা! হাওয়া অফিসের পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here