![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/RASHIFALL01-1024x853.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/01.jpg)
মেষ/ARIES
সহানুভূতি লাভ। অর্থনৈতিক সংকট থাকবে। স্বাস্থ্যোন্নতি হবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আশার সঞ্চার। ঋণ পরিশোধের যোগ। দ্রব্যাদি লাভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/02.jpg)
বৃষ / TAURUS
আর্থিক ক্ষতি। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সু-সংবাদ প্রাপ্তি হবে। মিথ্যা অপবাদ। রক্তপাতের সম্ভাবনা। পারিবারিক বিপদ। অবৈধ প্রণয়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/03.jpg)
মিথুন GEMINI
কর্মে বাধা। আকস্মিক বিপদ। যৌথ ব্যবসায় ক্ষতি। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অপবাদ থেকে দূরে থাকুন। পৈতৃকসূত্রে লাভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/04.jpg)
কর্কট CANCER পত্নীবিবাদ। জীবানু সংক্রমণ। হঠকারিতায় ক্ষতি। দাম্পত্য সুখ মিলবে। চাকুরীক্ষেত্রে উন্নতি। আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা। সম্পর্কে উন্নতি। অপযশ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/05.jpg)
সিংহ LEO
শুভ যোগ। কর্মে খ্যাতিলাভ। মিথ্যাপবাদ। মানসিক শক্তি বাড়বে। প্রতিদ্বন্দিতায় সাফল্য। স্বাস্থ্যহানি। অসৎসঙ্গে ক্ষতি। পরোপকারে শান্তি লাভ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/06.jpg)
কন্যা VIRGO
চাকুরীতে পদন্নোতি। রমণীপ্রীতি। উদাসীনতায় ক্ষতি। উদ্বেগ বৃদ্ধি। গৃহে চুরির সম্ভাবনা। আরোগ্যলাভ হবে। বহু পুরনো সমস্যার সমাধান হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/07.jpg)
তুলা LIBRA
বিশ্বাসঘাতকটা। সতর্ক না হলে ঝামেলায় জড়াতে পারেন। মানসিক তৃপ্তি। বন্ধুদ্বারা ক্ষতি। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। ঔদ্ধত্যে ক্ষতি। রোমান্টিক সময় কাটবে। মানসিক ক্ষোভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/08.jpg)
বৃশ্চিক SCORPIO
অলৌকিক সংবাদ প্রাপ্তি। সমস্যার সমাধান। চিকিৎসায় বাধা। জীবনে নতুন মানুষ আসতে পারে। দ্বি- চক্রযানে বিপদ। প্রতিষ্ঠা লাভ। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। অর্থনৈতিক উন্নতি হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/09.jpg)
ধনু SAGITTARIUS
ভাতৃস্নেহ। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। এই মাস বিনিয়োগের জন্য ভাল। নব প্রচেষ্টা। পারিবারিক সুখ। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। চিত্তের দুর্বলতা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/10.jpg)
মকর CAPRICORN
অমনোযোগী। বন্ধুর সহায়তা লাভ হবে। ব্যবসার নিকে নজর দিন। প্রাপ্তিতে বাধা। ধনাগম। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/11.jpg)
কুম্ভ AQUARIUS
মনস্তাপ। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। ভোগবিলাস। কৃষিজীবীদের সমস্যা। শোকসংবাদ। হঠাৎ প্রাপ্তি। সুপরামর্শে লাভ। পিতার পরামর্শে উন্নতি। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/12.jpg)
মীন PISCES
আনন্দ সংবাদ। শক্রির অপচয়। জীবনে নতুন মানুষ আসতে পারে। গুহ্যপীড়া। উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে। বিপদাশঙ্কা। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। আপনার সঙ্গী সুখী করে তুলবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/06/RASHIFALL01-1024x853.jpg)