Daily Horoscope: আজ আপনার দিন কেমন যাবে? জানুন

0
576

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্কঃ মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
কাজে মন দিন, তা হলে ভালো ফল পাবেন। ফাটকায় লাভ হতে পারে। দীর্ঘ মেয়াদী বিনিয়োগে ভালো লাভের মুখ দেখতে পারেন।

বৃষ / TAURUS
জমি সংক্রান্ত সমস্যায় অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিন ভালো যাবে। স্ত্রীর সহায়তার কোনও বড় কাজ সম্পন্ন হতে পারে।

মিথুন GEMINI
ধৈর্য্য রাখুন, সাফল্য আসতে একটু সময় লাগবে, কিন্তু আসবেই। স্বীমী-স্ত্রীর মধ্য তর্ক হতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ করুন। 

কর্কট CANCER
নিকটাত্মীয়দে কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি শুভ হতে পারে। সন্তান অমনোযোগী হওয়ায় পড়াশোনায় সমস্যা দেখা দিতে পারে।

সিংহ LEO
নিজের স্বাস্থ্যের উপর অধিক নজর দিন। অবহেলা করলে ফল খারাপ হতে পারে। কোনও কাগজ না পড়ে সই করবেন না। বিনোদনে কিছুটা সময় ব্যয় করতে পারেন। 

কন্যা VIRGO
রাগ সংবরণ করুন। তাৎক্ষণিক রাগ আপনার দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। দুগ্ধজাত শিল্পের সঙ্গে যুক্তদের পক্ষে আজকের দিনটি খুব শুভ।

তুলা LIBRA
লোভ নিয়ন্ত্রণে রাখুন। বিশেষ খাওযার ক্ষেত্রে জিভে রাশ টানা জরুরি। রোগ ভোগের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছু আর্থিক লাভ হতে পারে।

বৃশ্চিক SCORPIO
মেডিটেশন করুন। মানসিক স্থিরতা আপনার জন্য এখন খুবই প্রয়োজনীয়। সংসারের দায়িত্ব নিতে গিয়ে কর্মক্ষেত্র অবহেলা করবেন না। উদারতার সুযোগ নিতে পারে কিছু মানুষ, সাবধান হোন।

ধনু SAGITTARIUS
বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন। গৃহে অশান্তির যোগ রয়েছে। বিবাহিতরা দাম্পত্য সমস্যার সম্মুখীন হতে পারেন।

মকর CAPRICORN
আনন্দ ভাগ করে নিন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। কোনও অনাদায়ী ঋণ ফেরত আসতে পারে। প্রণয়ীকে যদি মনের কথা বলতে হয়, আজকেই তার সেরা দিন। 

কুম্ভ AQUARIUS
মেজাজ হারিয়ে কোনও কাছের মানুষকে মানসিক আঘাত দিতে পারেন। কথা বলার আগে ভেবে বলুন। কর্মক্ষেত্রে ভালো দিন কাটাতে পারেন। 

মীন PISCES
শরীর চর্চায় মন দিন, এতে লাভ হবে। সন্তানের কারণে আর্থিক লাভ হতে পারে। কোনও জটিল সমস্যায় কাছের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

Previous articleগোবরডাঙ্গা স্টেশনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আইসোলেশন ট্রেন, প্রশ্ন উঠছে পরিষেবা নিয়ে !
Next articleশিশুদের উপর কোভ্যাকসিনের ট্রায়াল! স্ক্রিনিং শুরু নয়াদিল্লির এইমসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here