Daily Horoscope:চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল

0
446

মেষ/ARIES পারিবারিক সমস্যা। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সুনামহানি। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। প্রশিক্ষণে সাফল্য। 

বৃষ / TAURUS
আয় বৃদ্ধি। প্রতিযোগিতায় সাফল্য। বিদেশ থেকে ভাল খবর আসতে পারে। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। স্থান পরিবর্তন। 

মিথুন GEMINI
মর্যাদা লাভ। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। উদ্বেগ বৃদ্ধি। রক্তাল্পতা। উপস্থিত বুদ্ধিতে লাভ। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে। 

কর্কট CANCER
উৎসাহ বৃদ্ধি। প্রেমের জীবন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার ব্যবসায় লাভ। মরসুম বদলের জন্য রোগ সংক্রমণ। বন্ধুর সাহায্য লাভ। পুরস্কার প্রাপ্তি। 

সিংহ LEO
বাক-বিতণ্ডা। অনুশোচনা। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। ক্রমোন্নতি। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। 

কন্যা VIRGO
অর্শাদি পীড়ায় কষ্ট। দাম্পত্য জীবন ভাল কাটবে। পরীক্ষায় সাফল্য। আকস্মিক বিপদ। আর্থিক সমস্যা দূর হবে। প্রতিবেশী কলহ। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে।

তুলা LIBRA
নিরাশা। সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। হৃদরোগে কষ্ট। সম্পর্ক সৎ হন। মানসিক ক্ষোভ। কর্মে সুখ্যাতি। সৃষ্টিশীল কাজ। 

বৃশ্চিক SCORPIO সমস্যার সমাধান। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। গুপ্তশত্রুতায় ক্ষতি। অসৎ কর্মে ক্ষতি। সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য কলহ। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। 

ধনু SAGITTARIUS
কর্মে নিপুণতা। স্বজন সমাগম। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে। সাহসিকতা প্রদর্শন। ব্যস্ততা থাকবে। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। প্রতারণায় ক্ষতি। শুভ যোগাযোগ। 

মকর CAPRICORN
গৃহ সংস্কারে ব্যয়। মোকদ্দমায় হার। নব পরিকল্পনার যোগ রয়েছে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। অবস্থান পরিবর্তনের যোগ আছে। সন্তানের সাথে বিরোধ। কর্মে সুখ্যাতি লাভ হবে।

কুম্ভ AQUARIUS
মতান্তর। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ক্রোধান্বিত বোধ করবেন। রমণীপ্রীতি। উৎসাহ বৃদ্ধি।  চাকুরী প্রাপ্তির সুযোগ। রোম্যান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন।

মীন PISCES
প্রণয়াসক্তি। অভীষ্টসিদ্ধি। সু-সংবাদ প্রাপ্তি হবে। ব্যবসার নিকে নজর দিন। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। প্রেমে অশান্তি। দন্তরোগে কষ্ট। কেরিয়ারে পরিবর্তন হবে। 

Previous articleWest Bengal New Covid Guidelines: নয়া নির্দেশিকা নবান্নের রেস্তরাঁ, বার-সহ সমস্ত দোকান খোলার সময় বাড়ল
Next articleউত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা ,মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের আবহাওযার পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here