দেশের সময়, ওয়েবডেস্কঃ অতি ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সর্বশেষ বুলেটিনে এমনই তথ্য দিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের নাম হবে মিধিলি। এই নামটি মলদ্বীপের দেওয়া।
আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিন জেলাকে সতর্ক করল নবান্ন৷ নবান্নের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে৷ দুর্যোগ মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে৷ পাশাপাশি, এই দু’দিন আবহাওয়া খারাপ হওয়ায় পরিস্থিতি কেমন থাকে, সেদিকেও কড়া নজর রাখছে নবান্ন৷ দেখুন ভিডিও
ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷ সেই কারণেই নবান্নের তরফ থেকে বলা হয়েছে, এই তিন জেলায় বৃষ্টির দাপটে যদি সাধারণ মানুষের জীবনধারণে কোনওরকম সমস্যা দেখা দেয়, তা হলে অবিলম্বে যেন প্রশাসন ব্যবস্থা নেয়৷ পাশাপাশি, এই দু’দিন সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে৷
ঝড়বৃষ্টির কারণে যদি কোনও এলাকার মানুষের বাড়িতে থাকতে অসুবিধা হয়, তা হলে স্থানীয় আশ্রয়স্থলে তাঁরা আশ্রয় নিতে পারেন বলেও নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ শীতের মুখে এই বৃষ্টির ফলে স্বাভাবিক ভাবে জনজীবন ব্যহত হতে পারে৷ সেই দিকেও স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷
হাওয়া অফিস জানাচ্ছে, বাংলার জন্য এক চিলতে স্বস্তি। হামুনের মতো ঘূর্ণিঝড় মিধিলিও বাংলাদেশে যাবে। মৌসম ভবন জানিয়েছে, শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গেও এর প্রভাব কম পড়বে না। উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা। বেশি প্রভাব পড়বে সুন্দরবনে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকেই দমকা বাতাস বইবে উপকূলে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই ঝড়ের দরুণ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাকা ধান নষ্টের শঙ্কা যেমন থাকছে, তেমন সবজিতে পচন ধরে গিয়ে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয় বৃষ্টির জলে মাটি ভিজে গেলে পিছিয়ে যেতে পারে আলুচাষও। শুধু চাষ-আবাদ নয়, বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালে। আজই ইডেনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
বঙ্গোপসাগরের নিম্নচাপ। শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পর এখন উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছেছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর রিকার্ভ বা গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। আগামিকাল ১৭ নভেম্বর সকালে এটি ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে।