Cyclone Mocha: মোকা আছড়ে পড়বে দুপুরেই, বাংলার কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

0
1230

দেশের সময় ওয়েবডেস্কঃ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। আজই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা , এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত গতিতে মায়নামার ও বাংলাদেশের দিকে এগোচ্ছে মোখা। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দুপুরেই বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

হাওয়া অফিস সূত্রে খবর, দুপুরেই দক্ষিণপূর্ব বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূল, বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিয়াকফিউয়ের মাঝে আছড়ে পড়বে মোকা। সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিমি। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিমি। 

মোকার সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোখার প্রভাবে রবিবার কলকাতা ও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

মোকা এখন কোথায়?
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। সেটাই ১৮ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এদিন দুপুর নাগাদ দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমারে কিয়াকফিউয়ের মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মোখার প্রভাবে রবিবার উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে সেটা বিক্ষিপ্তভাবে হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রার পারদ বাড়বে। ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে তাপপ্রবাহের অশনি সঙ্কেত।

তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং-এ বাড়বে বৃষ্টির পরিমাণ। এছাড়াও মালদহ, দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।

এদিকে মোকার প্রভাবে ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। যার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার দ্বীপপুঞ্জের সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

Previous articleSalman Khan : সলমনকে আজীবন সদস্যপদ দিল ইস্টবেঙ্গল,প্রিয় জার্সি পেয়ে উচ্ছ্বসিত ভাইজান
Next articleKarnataka Assembly Election 2023 :দাক্ষিণাত্যে বিজেপিকে সাফ করে হাতের সুর সপ্তমে,কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয় বিরোধী জোটের পথে কাঁটা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here