Cyclone Mocha: ঘূর্ণিঝড় ‘মোচা’ আঘাত হানতে পারে বঙ্গের উপকূলে

0
1789

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিতে চড়ল পারদ, তবে স্বস্তি দেবে ঝড়বৃষ্টি! আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর৷

চলতি সপ্তাহে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বরং মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির কারণে স্বস্তি পাবেন রাজ্যবাসী। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রভূত সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। এটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। আরও কিছুদিন পর এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া সংস্থা ওয়েদার অব কলকাতার কর্মকর্তা রবীন্দ্র গোয়েঙ্কা বলেছেন, ‘মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। তবে ঝড়টি কবে কোথায় তৈরি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড়টি তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে। আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি।’ 

Previous articleAnubrata Mondal: হুজুর জামিন দিন,সুকন্যা গ্রেফতার হতেই ভেঙে পড়েছেন অনুব্রত
Next articleRain :বনগাঁয় শিলাবৃষ্টি! তুমুল ঝোড়ো হাওয়া,বিকেলেই ‘সন্ধ্যা’ ঘনাল সীমান্ত শহরে, দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here