দেশের সময় , বনগাঁ: সোমবার পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। বনগাঁর পাগলাগারদের মাঠে এই খেলায় ৪৬ রানে জয়ী হয় পুলিশ একাদশ। যদিও খেলায় যথেষ্ট লড়াই দেন সাংবাদিক একাদশের খেলোয়াড়েরা।
টসে জিতে এদিন ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় সাংবাদিক একাদশ। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার জয়িতা বসু। তিনি খেলায় অংশ না নিলেও সারাক্ষণ মাঠে উপস্থিত থেকে দুদলের খেলোয়াড়দের উৎসাহিত করেন। তবে কিছুক্ষণের জন্য খেলায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সজল বিশ্বাস, এসডিপিও বনগাঁ অর্ক পাঁজা।
মাঠে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। জেলা পুলিশ একাদশে খেলায় অংশ নেন জেলা পুলিশের অর্ন্তগত বিভিন্ন থানার পুলিশ অফিসারেরা। নির্ধারিত ১২ ওভারে পুলিশ একাদশ দল ১৫২ রান তোলে। পাল্টা ব্যাট হাতে মাঠে নেমে ১২ ওভারে ১০৬ রান তোলে সাংবাদিক একাদশ।
দু’দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের খেলা দর্শকদের নজর কেড়ে নেয়। সব শেষে সমস্ত খেলোয়াড়কে সম্মানিত করা হয়। বিশেষ কয়েকজন খেলোয়াড়কে বিশেষভাবে সম্মানিত করা হয়।
বিজয়ী এবং বিজীত দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন পুলিশ সুপার। তিনি বলেন, খেলায় হার–জিতটা বড় কথা নয়। এই দুই প্রফেশনের মানুষদের মধ্যে সম্পর্কের আরও উন্নতির উদ্দেশ্যে এই ধরনের খেলার আয়োজন করা হয়েছে৷ আগামীদিনে এই ধরনের আরও খেলার আয়োজন করা হবে।
সোমবার সকাল থেকেই এই ক্রিকেট ম্যাচ নিয়ে দুই দলের উত্তেজনা ছিল তুঙ্গে।