দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকের পর সোমবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সরানো হবে কলকাতার পুলিশ কমিশনারকে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি ছিল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। মমতা বৈঠকে ওই দাবি মেনে নেন। কে হবে নতুন নগরপাল?
বলা হয়েছিল, তা জানানো হবে মঙ্গলবার বিকেলে।
মঙ্গলবার জানা গেল, কলকাতার নতুন নগরপাল হলেন মনোজ বর্মা। মঙ্গলবারই কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করছেন তিনি। এর আগে মনোজ বর্মা ছিলেন রাজ্যের এডিজি (ল এন্ড অর্ডার)। সোমবার মমতা জানিয়েছিলেন, বিনীত গোয়েলকে সরানো হচ্ছে অন্য পদে। মঙ্গলবার জানা গেল, বিনীত হচ্ছেন রাজ্যের এডিজি এন্ড আইজিপি এসটিএফ। অর্থাৎ পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ইনস্পেক্টর জেনারেল।
বদল হয়েছে ডিরেক্টর, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস পদেও। এই পদে ছিoলেন জ্ঞানবন্ত সিং, তাঁর জায়গায় এলেন ত্রিপুরারী অথর্ব। এর আগে ত্রিপুরারী ছিলেন এডিজি এন্ড আইজিপি এসটিএফ, পশ্চিমবঙ্গ পদে। অন্যদিকে জ্ঞানবন্ত সিং যাচ্ছেন এডিজি এন্ড আইজিপি আইবি, পশ্চিমবঙ্গ পদে।
এতদিন এডিজি এন্ড আইজিপি আইবি, পশ্চিমবঙ্গ ছিলেন জাভেদ শামিম। তিনি হচ্ছেন রাজ্যের নতুন এডিজি (ল এন্ড অর্ডার), যে পদে আগে ছিলেন মনোজ বর্মা। অন্যদিকে সোমবার রাতেই জানানো হয়েছিল, সরানো হবে ডিসি নর্থকে। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানোর দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। তাঁকে সরানো হল, তাঁর জায়গায় নতুন ডিসি নর্থ হলেন, দীপক সরকার। তিনি এর আগে ছিলেন ডিসি, ইস্ট শিলিগুড়ি।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি প্রতিক্রীয়া দিলেন দেখুন ভিডিও