Covid new strain: ওমিক্রনের চেয়ে ১০ শতাংশ বেশি সংক্রামক এক্সই, বলল ‘হু’

0
699

দেশের সময় ওয়েবডেস্কঃ ডেল্টাক্রন, ওমিক্রনের পর হাজির নয়া স্ট্রেন এক্সই। ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের এ বার সন্ধান মিলল করোনাভাইরাসের নয়া রূপ এক্সই-র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কার কথা শুনিয়ে বলেছে, এই ভ্যারিয়েন্ট নাকি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। হু’‌র বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি। গত জানুয়ারি মাসেই ব্রিটেনে এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত ৬০০টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিতভাবে চিহ্নিত করা গিয়েছে।

তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা ওমিক্রনের মতোই বেশ কম। এমনটাই ধারণা হু’‌র গবেষকদের।

এটা ঘটনা ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে।

আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী। হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসের অন্যান্য রূপের তুলনায় তো বটেই, ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ উপপ্রজাতিটি।

তার আগে পাওয়া ওমিক্রন রূপের বিএ.১ উপপ্রজাতিটিও যথেষ্ট সংক্রামক ছিল। তবে সংক্রামকের হিসেবে সবাইকে নাকি ছাপিয়ে যাবে এক্সই। এমনটাই দাবি হু’‌র। পাশাপাশি হু বলেছে, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার কোনওভাবেই বন্ধ করা যাবে না। 

বিজ্ঞাপন
Previous articleSrinagar: ভূস্বর্গে বসন্ত-বিলাস, টিউলিপ গার্ডেনে তিন জুটি শোভন-বৈশাখী আর বনগাঁর রতন-কণিকা, সুপ্রিয়-অঞ্জলীর ছবি নেটমাধ্যমে ভাইরাল
Next articleAnubrata CBI: রক্ষাকবচহীন কেষ্টকে ফের তলব সিবিআইয়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here