Covid-19 আরও কমল কোভিড সংক্রমণ, ঊর্ধ্বমুখী সুস্থতার হার: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুও সাড়ে ৩ হাজারের নীচে

0
810

দেশের সময়ওয়েবডেস্কঃ আরও নিম্নমুখী দেশে দৈনিক কোভিড আক্রান্তের সখ্যা। ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ৭৩ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। গত ৪৬ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন পরিসংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, বাড়ছে সুস্থতার হার। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার গত ৩ দিন ধরে ৮.১৩ শতাংশই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৮.০২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২০ লক্ষ ৬৩ হাজার ৮৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ কোটি ৩১ লক্ষ ৬৬ হাজার ৬১৪ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৩০ লক্ষ ৩৫ হাজার ৭৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৬১৪ জন টিকা পেয়েছেন দেশে।

দেশের সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতির উন্নতি বাংলাতেও। করোনা দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক মাসের উৎকণ্ঠা শেষে নতুন করে আশা জাগাচ্ছে বাংলার কোভিড চিত্র। উল্লেখযোগ্যভাবে, আরও কমল রাজ্যে দৈনিক সংক্রমণ। লাফিয়ে বেড়েছে সুস্থতার হারও বহু সপ্তাহ বাদে রাজ্যে করোনায় দৈনিক আক্রান্তের হার ১১ হাজারি। বাংলার এদিনের বুলেটিনে আক্রান্তের সংখ্যায় স্বস্তি মিললেও এখনও চিন্তা মৃত্যু নিয়ে। তবে গতকালের থেকে বেড়েছে মৃতের সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৪৮ জন। মৃত্যুর হার সেভাবে না কমায় এখনও রয়েছে উদ্বেগ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৫,২৬৮ জন।

গত কয়েকদিন ধরেই লাগাতার নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। কোভিডে আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহে প্রথমবার নামল ১১ হাজারে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৫১৪ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ১২,১৯৩ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৮ হাজার ৭৭৪ জন। উল্লেখযোগ্যভাবে বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯১.৩২ শতাংশ।

Previous articleদক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
Next articleভাইরাল ভিডিও: পিপিই কিট পরে কোভিড রোগীর লাশ ফেলা হল নদীতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here