Congress: ‘অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম…আজ আমার দ্বিতীয় জন্মদিন’, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেই বললেন প্রণব পুত্র অভিজিৎ

0
13

কংগ্রেসে ফিরলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে বিধান ভবনে তিনি ফের দলে যোগদান করলেন। এর আগে তিনি কংগ্রেসেই ছিলেন। তবে মাঝে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

‘অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেসে ছেড়ে’। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে বললেন প্রণবপুত্র।

প্রসঙ্গত, একুশ সালের জুলাইয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ৫ বছরের মাথায় এদিন দুপুর ১টা নাগাদ বিধান ভবনে হয়ে গেল তাঁর ঘরওয়াপসি। ছিলেন প্রদেশ সংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক গুলাম আহমেদ মীর-সহ কংগ্রেসের একঝাঁক প্রথম সারির নেতা। 

হাতি শিবিরে যোগ দিয়েই কংগ্রেসের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রণবপুত্র। বললেন, “আমার আজ দ্বিতীয় জন্মদিন। কংগ্রেসে আসা সম্ভব হল সনিয়া গান্ধীজি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীদের জন‍্য। কংগ্রেস ছাড়া ভারতবর্ষে সকলকে ধরে রেখে জাতি-ধর্ম-নির্বিশেষে আর কোনও দল আর নেই।”

পুরনো সতীর্থকে কাছে পেয়ে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। তাঁর সাফ কথা, “কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই। অভিজিৎ মুখাপাধ্যায়ের কংগ্রেসে এসে সেটাই প্রমাণ করলেন।” অভিজৎ বলছেন, “আমায় যে কাজ দেওয়া হবে সেটা তো করবই । তাছাড়াও প্রত‍্যন্ত জায়গায় যাঁরা কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনার কাজ করব।”

যদিও এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল। এতে দলের কোনও ক্ষতিই হবে না বলে মনে করছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ লালা। উল্টে খোঁচা দিয়েছেন অধীরদের। তাঁর কথায়, অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছেড়েছিলেন। কিন্তু, তৃণমূলে যোগদান করার পর তাঁকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি। হয়তো ভেবেছিলেন লোকসভায় টিকিট পাবেন! 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে জঙ্গিপুর থেকে কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে জিতেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পুনরায় জেতেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের কাছে হেরে যান তিনি। এর পর ২০২১ সালের ৫ জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রণব-পুত্র।

এ বার তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার পুরোনো দলে ফিরলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদলের ফলে কি বাংলা থেকে টিকিট পেতে পারেন তিনি? রাজনৈতিক মহলের নজর সে দিকেই।

Previous articleWeather Update ধেয়ে আসছে ঝড় , কোন কোন রাজ্য ভাসবে  বৃষ্টিতে , রইল আবহাওয়ার আপডেট
Next articleWB Budget 2025: আমরা ভোট দেখে বাজেট করি না, কেন্দ্রকে খোঁচা মমতা ,এক নজরে দেখুন বাজেটের বড় ঘোষণাগুলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here