দেশের সময় ওয়েবডেস্কঃ ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে গোটা রাজ ঠক ঠক করে কাঁপছে দিল্লি। তাপমাত্রার পারদ নামল ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। ধানী।শনিবার মরশুমের শীতলতম দিন।
এদিকে ,জাঁকিয়ে শীত বাংলায়। গত ৪৮ ঘণ্টায় পারদ নেমেছে ৫ ডিগ্রি। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২–৩ ডিগ্রি কম। কলকাতায় শনিবার তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে। জেলায়–জেলায় পারদ ৮–১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
উত্তরবঙ্গেও পারদ নেমেছে। হাওয়া অফিস জানিয়েছে শনিবারই কলকাতায় মরশুমের শীতলতম দিন। দিল্লিতে এদিন তাপমাত্রা নেমেছে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর ভারত জুড়ে চলছে হাড়কাঁপানো শীত।
যদিও হাওয়া অফিস জানিয়েছে, এই শীতের স্পেল বেশি দিনের নয়। মাঘ মাস শুরু হলেই বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আগামী ১৬–১৮ জানুয়ারি (মঙ্গল থেকে বৃহস্পতি) পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। কলকাতাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও রয়েছে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। আর মেঘ ঢুকলেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা যখন ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তখন কেবলমাত্র লোধি রোডেই তাপমাত্রার পারদ নেমেছে ৩.৪ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে প্রায় নয় ডিগ্রি কম। চলছে প্রবল শৈত্যপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৫ ডিগ্রি কম।
কেবলমাত্র দিল্লি নয়, গোটা উত্তর ভারতেই হাড়কাঁপানো ঠান্ডা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। শৈত্যপ্রবাহের জন্য দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানায় শনিবার দিনভর রেড অ্যালার্ট জারি করেছে IMD। আগামী তিন থেকেও চারদিন শৈত্যপ্রবাহের হাত থেকে রেহাই মিলবে না উত্তর ভারতের বাসিন্দাদের। ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এমনই কনকনে আবহাওয়া। পারদ নামতে পারে আরও বেশ খানিকটা।
শনিবার সকাল থেকেই ঘন কুয়াশায় মুড়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা। একই পরিস্থিতি জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে। ভয়ানক কোল্ড ডে পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা যাচ্ছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশের একাধিক অংশে।
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হচ্ছে, কুয়াশার চাদরে মুড়ে গোটা উত্তর ভারত। একাধিক শহরে রেল এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। আগামী তিনদিন আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও নামার ইঙ্গিত। কুয়াশার সঙ্গে সঙ্গেই কমবে দৃশ্যমানতাও। দিল্লিতে এদিন ভোরে ৫০ মিটারেরও কম ছিল দৃশ্যমানতা।
এদিকে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের পার্বত্য এলাকাতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর, মোজাফফরাবাদ, লাদাখ, হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে IMD। রাজস্থান এবং উত্তরাখণ্ডে গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে।
গত বছর ডিসেম্বরে একবার পারদ নেমেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার কলকাতার পারদ নেমে গেল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি। যা এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কলকাতায়। বৃহস্পতি এবং শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।