দেশের সময় ওয়েবডেস্কঃ কয়লা পাচার-কাণ্ডে সিবিআইয়ের জালে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (ইসিএল)-এর সাত জন কর্তা। সংস্থার বর্তমান এবং প্রাক্তন-সহ চার জন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মিত্র। এ ছাড়াও ইসিএলের এক জন ম্যানেজার ও দু’জন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ইসিএলের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে ওই সাতজনকে বুধবার সকালে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, তাঁদের জবাবে নাকি অসঙ্গতি ধরা পড়েছিল। এরপরই সংস্থার বর্তমান ও প্রাক্তন-সহ ৪ জেনারেল ম্য়ানেজার এবং আরও তিন জনকে গ্রেফতার করে অ্য়ান্টি কোরাপশন ব্রাঞ্চ।
তদন্তকারীদের দাবি, কয়লা মাফিয়াদের সঙ্গে তাঁদের আঁতাত ছিল। প্রতি মাসে গেস্ট হাউসে পৌঁছে যেত মোটা টাকা। প্রমাণ সমেতই গ্রেফতার করা হয়েছে ওই সাতজনকে।
ধৃতদের মধ্যে রয়েছেন ইসিএল-এর বর্তমান জিএম এস সি মিত্র ইসিএল-এর প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায় ইসিএল-এর প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক ইসিএল-এর প্রাক্তন জিএম তন্ময় দাস ইসিএল-এর সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমার ইসিএল-এর সিকিউরিটি ইনস্পেক্টর রিঙ্কু বেহরা ইসিএল-এর অপর সিকিউরিটি ইনস্পেক্টর দেবাশিস মুখোপাধ্যায় ৷
এদের মধ্যে তন্ময় দাস এবং দেবাশিস মুখোপাধ্যায়ের নাম আগেই সিবিআই-এর এফআইআর-এ ছিল। বুধবার সাতজনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। এদের প্রত্যেকেরই অফিসে ও বাড়িতে আগে তল্লাশি চালানো হয়েছিল। আগামিকাল তাদের আসানসোল আদালতে পেশ করা হবে এবং তারপর তদন্তের জন্য পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কয়লা পাচার কাণ্ডে তদন্ত শুরু করেছিল।বৃহস্পতিবার ধৃতদের সিবিআই আদালতে তোলা হবে।