Christmas Weather Forecast: বড়দিনে কি বৃষ্টির সম্ভাবনা ? কী বলছে পূ্র্বাভাস?

0
491

দেশেরসময় ওয়েবডেস্কঃ গত কয়েক দিন বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। শীতের দৌড়ে উপকূলীয় জেলাগুলি টেক্কা দিচ্ছিল উত্তরবঙ্গের তরাই এলাকাকে। বুধবারও কোচবিহার, শিলিগুড়িকে পিছনে ফেলেছে পুরুলিয়া, কাঁথি। কোচবিহারে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৯.২ ডিগ্রি। সেখানে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১ এবং কাঁথিতে ৯ ডিগ্রি। তবে বাঁকুড়া, শ্রীনিকেতন, পানাগড়ের মতো পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে গত দু’দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে।

এবার শীতের লম্বা ইনিংসে বাধা দিল পশ্চিমী ঝঞ্ঝা। একদফা জোরালো শীতের পরে কলকাতার রাতের তাপমাত্রা কিছুটা মাথা চাড়া দিয়েছে। বেশির ভাগ জেলাতেও তাপমাত্রা বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বড়দিন থেকে পারদ আরও চড়বে। মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেও উঠে যেতে পারে।

আবহবিদেরা জানিয়েছেন, কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হবে। তাপমাত্রা বাড়ছে পঞ্জাব, হরিয়ানাতেও। ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া বাধা পায়। তার জেরে মধ্য এবং পূর্ব ভারতে ঠান্ডা কমে। এর ফলে বাংলাতেও শীতের কনকনানি আগামী কয়েক দিনে কমে যাবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে বইতে শুরু করবে। তখন তাপমাত্রা ফের কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

অর্থাৎ জাঁকিয়ে শীত নয় বড়দিনে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। তাপমাত্রা বাড়বে স্বাভাবিক এর উপরে। ডিসেম্বরেই দিনের বেলা কার্যত শীত উধাও হবে। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা, পরে পরিষ্কার আকাশ।

পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার ও রবিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন । আটকে যাবে অবাধ উত্তুরে হাওয়া। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং -র পার্বত্য এলাকায় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমের উঁচু এলাকায়।

আগামী কয়েকদিনে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেমন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে। আগামী তিন-চার দিন ঘন কুয়াশা হতে পারে পঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানে।

শীতের আমেজ অব্যাহত। তবে কিছুটা কমেছে কনকনেভাব। আজ বৃহস্পতিবারও শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বুধবারের মতোই।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বুধবার তা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। 

পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

আজ আকাশ মূলত পরিস্কার থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

তবে আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

Previous articleOmicron ওমিক্রন সতর্কতা: বড়দিন,নববর্ষ উদযাপনে, জমায়েত নিষিদ্ধ হল দিল্লিতে
Next articleShantiniketan: পৌষ উৎসবের সূচনা শান্তিনিকেতনে , বিকল্প মেলাকে ঘিরে মাততে শুরু করেছেন বীরভূমবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here