ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছে পাকিস্তান, ভেবেছিল পাশে পাবে বন্ধু চিনকে। কিন্তু পাশে পাওয়া তো দূর, চিনা অস্ত্রশস্ত্র ব্যবহারও করতে পারবে না পাকিস্তান। এতেই মাথায় হাত পড়েছে পাকিস্তানের। মুখে বড় বড় বুলি আওড়ালেও, যুদ্ধক্ষেত্রে ভারতের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা কই!
পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় অভিযোগের আঙুল পাকিস্তানের দিকে। হাতে প্রমাণও এসেছে বেশকিছু। যদিও এই সব দাবিই অস্বীকার করেছে পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখে শোনা গিয়েছে নিরপেক্ষ তদন্তের কথা। এদিকে, তাঁর ক্যাবিনেটের মন্ত্রীরাই হুঙ্কার দিচ্ছেন ভারতকে দেখে নেওয়ার। সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইতে দেওয়া, পরমাণু অস্ত্র দিয়ে ভারতে হামলা চালানোর হুমকি দিচ্ছেন।

তবে এই যে হুমকি দিচ্ছে, কিন্তু পাকিস্তান ভারতে হামলা চালাবে কী করে? চিন সাফ জানিয়েছে, তাদের অস্ত্র ব্যবহার করা যাবে না। চিনের দেওয়া জেএফ-১০, জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না পাকিস্তান। যে সাবমেরিনের অর্ডার দিয়েছিল পাকিস্তান, তাও ডেলিভারি দেয়নি চিন। ফলে পাকিস্তানের ভরসা পুরনো দিনের সামরিক অস্ত্রশস্ত্রই। এয়ার ডিফেন্স সিস্টেমেও শতাধিক গোলযোগ পাওয়া গিয়েছে।

পাকিস্তান হুমকি দিচ্ছে তারা নাকি ১৩০টি পরমাণু মিসাইল তাক করে রেখেছে। যদি সত্যিই পরমাণু যুদ্ধ বাধে, তাহলেও ভারতের সঙ্গে এঁটে উঠবে না পাকিস্তান। ভারতের হাতে রয়েছে অগ্নি-৫ মিসাইল। এই মিসাইল ৮০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। পাকিস্তান সহজেই এর রেঞ্জে চলে আসবে।

পাকিস্তানের শক্তিশালী মিসাইল শাহিন-৩। যার পাল্লা মাত্র ২৫০০ কিলোমিটার। এই মিসাইল দিয়ে পাকিস্তান হামলা করতেই পারে, কিন্তু তা রুখে দেওয়ার মতো এয়ার ডিফেন্স ক্ষমতা রয়েছে ভারতের।

