Children’s dayকলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে আবৃত্তি ,নৃত্য, সংগীতে “শিশু দিবস”উদযাপন

0
34
শম্পা গুহ মজুমদার কলকাতা

এ এক অন্য আবহতে শিশু দিবস পালন ….
প্রতি বছরের মতন এবছরও  কলকাতা ব্লাইন্ড স্কুলের সভাঘরে “শিশু দিবস” পালিত হলো। প্রিন্সিপাল লিসা ব্যানার্জির  কথায়, শিশু দিবসের অনুষ্ঠানে শিশুরা নিজেরাই অনুশীলন করেছে। দৃষ্টিহীন শিশুদের জগৎটা অন্য শিশুদের তুলনায় অনেকটাই আলাদা। যদিও তারা পড়াশুনা, নাচ, গান ও খেলাধুলা কোন বিষয়েই পিছিয়ে নেই এখন। এদিনের অনুষ্ঠানে ওদের নাচ, গান ও আবৃত্তি সেই কথাই প্রমাণ করল। এদের অনুভূতি ও একাগ্রতা অন্য বাচ্চাদের তুলনায় অনেকটাই বেশী। কিন্তু সেভাবে তারা সমাজে স্থান পায় না।

এবছরও সমাজসেবী সংগঠন “দক্ষিণ হাওড়া মুক্তধারা” এই অনুষ্ঠানকে সংগঠিত করতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সমাজের এই দৃষ্টিহীন ছাত্র – ছাত্রীদের সামাজিক প্রতিষ্ঠা, তাদের যোগ্য প্লাটফর্ম দেওয়া, তারা যেন সমাজের বুকে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায় এটাই এই সংগঠনের উদ্দেশ্য।
সুকান্তের দেশলাই কাঠি আবৃত্তির মাধ্যমে দুই অগ্নি কন্যা তাদের অন্তরের অপ্রতিরোধ্য গতির কথা ব্যক্ত করে।সভাঘরে অনুরণিত হতে থাকে তাদের আকুতি ….
“মুখে আমার উসখুস করছে বারুদ-
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;
আমি একটা দেশলাইয়ের কাঠি।”

Previous articleChildren’s Day 2024: শিশু দিবসে অশোকনগর শহরের দেওয়ালের ক্যানভাসে তুলিরটানে পরিবেশ রক্ষার বার্তা পড়ুয়াদের : দেখুন ভিডিও
Next articleObesity ঘনিয়ে আসছে আরও এক মহামারী! ঘরে ঘরে মৃত্যু ডেকে আনবে স্থূলতা, বলছেন বিশেষজ্ঞরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here