Chhattisgarh:‌ সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি দিলেন বাবা!

0
418

দেশের সময় ওয়েবডেস্কঃ শবযান মেলেনি এমনটাই অভিযোগ। অগত্যা ৭ বছরের মেয়ের মৃতদেহ কাঁধে নিয়েই ঘণ্টার পর ঘণ্টা হাঁটলেন বাবা। ঘটনাটি ঘটেছে শুক্রবার। জানা গেছে ঈশ্বর দাস থাকেন ছত্তিশগড়ের আমডালা গ্রামে। অসুস্থ মেয়ে সুরেখাকে নিয়ে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে যান তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ‘‌মেয়েটির অক্সিজেন লেভেল ৬০ এর নীচে ছিল। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল মেয়েটি। চিকিৎসকরা চেষ্টা করলেও সকাল সাড়ে সাতটা নাগাদ মেয়েটি মারা যায়।’‌ এরপর মৃত কন্যাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শবযানের খোঁজ করেছিলেন ঈশ্বর। কিন্তু অভিযোগ, তা পাননি।

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল মেয়েটি। চিকিৎসকরা চেষ্টা করলেও সকাল সাড়ে সাতটা নাগাদ মেয়েটি মারা যায়।’‌ এরপর মৃত কন্যাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শবযানের খোঁজ করেছিলেন ঈশ্বর। কিন্তু অভিযোগ, তা পাননি। 

অগত্যা কাঁধে করেই মেয়ের দেহ নিয়ে ফেরেন গ্রামে। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‌পরিবারের সদস্যদের আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। সকাল সাড়ে ৯টা নাগাদ শবযান চলে এসেছিল। কিন্তু তাঁর আগেই ওনারা চলে যান।’‌  সুরগুজা জেলার ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে ঈশ্বরের বাড়ি অন্তত ১০ কিলোমিটার। মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে তিনি হাঁটছেন।

ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। দেখুন ভিডিও:

Previous articleMalda Explosion: বাংলা জুড়ে বোমা-বারুদ তল্লাশি অভিযানের মধ্যেই মালদহে বড়সড় বিস্ফোরণ, মৃত ১ শিশু
Next articleBogtui CBI: আদালতের নির্দেশ পেয়েই বগটুইয়ে সিবিআইয়ের প্রতিনিধিরা, এফআইআরে ২১ জনের নাম, শুরু তদন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here