দেশের সময় ওয়েবডেস্কঃ গত ১৪ জুলাই পৃথিবী ছেড়ে চাঁদ ছুঁতে রওনা দিয়েছিল ভারতের চন্দ্রযান ৩। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রচণ্ড গতিতে তা ছুটে গিয়েছিল চাঁদের দিকে। এরপর দীর্ঘদিন ধরে তা লাট্টুর মতো পাক খাচ্ছিল পৃথিবীর কক্ষপথে। কিন্তু, দীর্ঘদিন পর তা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। আর সেখান থেকে অপূর্ব লাগছে চাঁদকে। এই উৎসাহ সামলে রাখা যায়!
‘বিউটিফুল’ চাঁদ। সেখান থেকে ছবি তোলা হবে না! তাও কি হয় কত্তা? আর তাই টুইট করে ইসরোর থেকে ছবি তোলার অনুমতি চাইল চন্দ্রযান
চন্দ্রযান ৩-এর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে। যেখানে চাঁদের কাছ থেকে পৃথিবীর বাসিন্দাদের জন্য ‘হাই’ পাঠিয়েছে চন্দ্রযান। পাশাপাশি চাঁদের কক্ষপথে ‘সুস্থ সবল’ রয়েছে সে জানিয়েছে এই কথাও।
Hey earthlings! I'm in the lunar orbit. @isro, could you please allow me to post some pictures? So that I can make them feel jealous! pic.twitter.com/ly3ZGTook0
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 8, 2023
কিন্তু, এত দূরে গিয়ে কোনও ছবি তোলা হবে না! তাও কি হয়? ISRO-র কাছে চন্দ্রযান ৩ -এর অল্প আবদার, “আমি কয়েকটা ছবি তুলি প্লিজ? যাতে ওরা কিছুটা হিংসা করতে পারে!” সঙ্গে কিছু ছবিও পাঠিয়েছে চন্দ্রযান, যেখানে দেখা যাচ্ছে চাঁদের খুব কাছে রয়েছে সে।
আর এই পোস্ট দেখে নেটিজেনদের একাংশের মুখে ফুটেছে হাসি। মজার ছলেই এই পোস্ট করা হয়েছে তা স্পষ্ট। তবে চন্দ্রযান ৩ যে ভালো রয়েছে এবং তা ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তা দেখে কার্যত হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৩ বা ২৪ তারিখ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩। ৯ অগাস্ট অর্থাৎ বুধবার তার গতি কমিয়ে আরও একধাপ নীচে নিয়ে এসে চাঁদের আরও কাছাকাছি পাঠানো হবে।
চন্দ্রযান ৩ আপাতত সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন,
এই মুহূর্তে কোনও সমস্যা তৈরি হয়নি। আশা করা হচ্ছে সমস্ত কিছু পরিকল্পনামাফিক হতে চলেছে। যদি কোনও সমস্যা হয় সেক্ষেত্রে বিকল্প ভাবনা চিন্তা রয়েছে।