দেশের সময় ওয়েবডেস্কঃ পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের সঙ্গে যুক্ত ৯টি সম্পত্তিতে হানা দিল সিবিআই৷ যে ৯টি জায়গায় তল্লাশি হয়েছে তার মধ্যে রয়েছে চেন্নাইয়ের দু’টি, মুম্বাইয়ের ৩টি এবং কর্ণাটক, পঞ্জাব ও ওড়িশার একটি করে জায়গায়৷ ২০১০ থেেক ২০১৪ সালের মধ্যে বিদেশ থেকে চিদম্বরম পুত্র বেআইনি ভাবে আর্থিক সুবিধা পান বলে অভিযোগ৷
অভিযোগ, সাবু নামে এক ব্যক্তির থেকে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন কার্তি৷ সূত্রের খবর, পি চিদম্বরম দ্বিতীয় ইউপিএ সরকারে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কার্তি চিদম্বরম বেশ কয়েকজন চিনা নাগরিককে ভিসা পাইয়ে দিয়েছিলেন৷ সেই মামলাতেও নতুন করে কার্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই, চেন্নাই, ওড়িশা, পাঞ্জাব এবং কর্ণাটকের মোট ন’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।
আবার আর একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পাঞ্জাবে একটি প্রকল্পে কাজের জন্য কয়েক জন চীনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা দেওয়ার অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন চিদম্বরম। ছেলের অনুরোধেই যা করেছিলেন তিনি। এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর ছেলের।
২০১৯ সালেও সিবিআই কার্তি চিদম্বরমের সঙ্গে যুক্ত ১৬টি সম্পত্তিতে তল্লাশি চালিয়েছিল৷ ২০০৭ সালে কেন্দ্রীয় ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড কয়েকটি মিডিয়া সংস্থায় বিদেশী বিনিয়োগের অনুমতি দিয়েছিল৷ সেই মামলাতেই তিন বছর আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই৷
এমনকি, ২০১৮ সালে কার্তিকে গ্রেপ্তারও করে সিবিআই। পরে জামিনে ছাড়া পান তিনি। এই ঘটনায় শিবগঙ্গার কংগ্রেস সাংসদ কার্তি টুইটে বলেছেন, ‘কতবার যে এই অভিযান হল তা ভুলে গিয়েছি। আর কতদিন চলবে? এটা নিঃসন্দেহে একটা রেকর্ড।’
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022