কলকাতা :দেখতে দেখতে কেটে গেল একটি বছর। বিদায়ী বছর ২০২৪ রেখে গেল অনেক স্মৃতি। কোনোটি সাফল্যের আবার কোনোটি ব্যর্থতার। এভাবেই দিন আসে দিন যায়, বছর আসে বছর যায়। নতুন করে স্বপ্ন দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা বদলায়, আসে নতুন দিন নতুন বছর। বিদায় ২০২৪! নতুন বছর ২০২৫ কে স্বাগত জানাতে সীমান্ত বাণিজ্য ক্ষেত্রকে ক্যালেন্ডারে তুলে ধরলেন সিয়াম লজিস্টিক প্রাইভেট লিমিটেড (SIAM LOGISTICS PVT LTD)এর কর্ণধার সুমন রায় ।
সুমন বাবুর কথায় অনেকেই জানেন না, সীমান্তে কীভাবে বাণিজ্য হয়। কত মানুষ এর সঙ্গে যুক্ত। ক্যালেন্ডারে সেসবের টুকরো টুকরো কোলাজ তুলে ধরার চেষ্টা হয়েছে। বন্দর নিয়ে ভবিষ্যতে তথ্যচিত্র তৈরির পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, শুধু রোজগারের জন্য কাজ নয়। কাজ করতে হবে ভালবেসে। তাতেই লক্ষ্মীলাভ হবে।
নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়ে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পেট্রাপোলের ম্যানেজার কমলেশ সাইনি বলেন , এই ক্যালেন্ডারটি শুধু দৃষ্টিনন্দন ই নয় , ক্যালেন্ডারের পাতায় ছবিতে উঠে এসেছে পেট্রাপোল স্থল বন্দরের বাণিজ্য ক্ষেত্র । যা দেশ বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে । দেখুন ২০২৫ এর ক্যালেন্ডার ~
#Model Arpita Banik
#Makeup artist Ankita Banik
#Phographer Partha Sarathi Nandi .
#Graphic design Poushali Kar