Calendar Photo Shoot নতুন বছর 2025 এর ক্যালেন্ডার ফোটো শুটে মডেল হতে পারেন আপনিও !বনগাঁর তরুণ-তরুণীদের জন্য দারুণ সুযোগ

0
119
হীয়া রায় , দেশের সময়

তরুণ ও তরুণীদেরকে দারুণ সুযোগ দিতে হাত বাড়িয়েছে “এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্ট ” । আগামী ২১ এ ডিসেম্বর ২০২৪ শনিবার বনগাঁর বিভূতিভূষণ বি.এড কলেজে অনুষ্ঠিত হতে চলেছে এক অভূতপূর্ব ও অভিনব থিমের ক্যালেন্ডার শুট। ইংরাজি সাহিত্যের সেরা চরিত্র’রা ক্যামেরা  বন্দী হতে চলেছে এদিন। সেই সমস্ত চরিত্রের জন্য আপনিও হতে পারেন “মডেল ।

“এপিক স্ফিয়ার এন্টারটেইনমেন্ট “ এর তরফে  ম্যানেজিং পার্টনার ও ক্রিয়েটিভ হেড – 

শঙ্করজিৎ চক্রবর্তী

ও ম্যানেজিং পার্টনার 

পৌষালী কর

 ” বনগাঁর তরুণ – তরুণীদের’কে এই ক্যালেন্ডার ফোটো শুটে অংশ গ্রহণ করার  জন্য আহ্বান জানাচ্ছেন।

কি ভাবে আপনি মডেল হিসাবে এই ক্যালেন্ডার শুটে অংশ গ্রহণ করবেন ? রইল বিস্তারিত ~ ফোন কল করুন +919007275611 এই নম্বরে ।

নিউ ইয়ার বিশ্ব জুড়ে অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সাথে পালিত হয়। এই দিনটি সকলের জন্য একটি বিশেষ দিন কারণ এই দিনটি নতুন বছরের শুরু এবং সকলে এই আসন্ন বছরকে সকলের মত করে স্বাগত জানায়। সকলে নতুন বছর উদযাপনের প্রস্তুতি অনেক দিন আগেই শুরু করে। অনেকে বাজার থেকে নতুন পোশাক, উপহার এবং অনেক নতুন জিনিস কেনাকাটা করে থাকেন। আমরা সকলেই পুরো বছরের সমস্ত ভাল-মন্দ স্মৃতি স্মরণ করি এবং চলমান বছরকে বিদায় জানাই এবং নতুন বছরকে স্বাগত জানাই।

নববর্ষ বছরের প্রথম দিন এবং এটি ক্রিসমাস থেকে শুরু হওয়া শীতের ছুটির শেষ দিন। অনেকেই পুরানো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরটিকে উদযাপন করার জন্য পার্টি রাখেন। আর অবশ্যই প্রায় প্রত্যেকের বাড়ি ও  অফিস ও ব্যবসার প্রতিষ্ঠানের জন্য একটি ইংরাজি মাসের ক্যালেন্ডার সংগ্রহ করে থাকেন । এবার তেমনই একটি ক্যালেন্ডারে আপনি হতে পারেন সেরা ” মডেল” ।

Previous articlePhotography Exhibition এখন আরণ্যকের আলোকচিত্র প্রদর্শনী চলছে গ্যালারি গোল্ডে : দেখুন ভিডিও
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here