‘Calcutta Takeaway’ দক্ষিণ কলকাতায় লেকের পাশে ক্যালকাটা টেকঅ্যাওয়ে

0
353
সঙ্গীতা চৌধুরী : কলকাতা:

দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে দেখতে একটু ক্লান্ত, একটু খিদে খিদে ভাব তৈরি হলেই আমরা আশেপাশের একটু ভাল রেস্তোরাঁর খোঁজ করি। কিন্তু অনেকসময় খাবারের গুনমান নিয়ে মনে সন্দেহ জাগে। তখন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি।  তাই এখানে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাশে এমনই এক রেস্তোরাঁর সন্ধান দেওয়া হল যেখানে খাবারের গুনমান নিয়ে কোন সমঝোতা করার প্রয়োজন নেই। রেস্তোরাঁটির নাম ক্যালকাটা টেকঅ্যাওয়ে (Calcutta Takeaway)।

ছোট্ট রেস্তোরাঁটি লেক রোডের ক্রসিং – এ মার্কোপোলো হোটেলের নিকটবর্তী। এখানে ৬-৭ জন বসে খেতে পারবে। মাছ এবং মাংসের রকমারি খাবার। যেমন- ডায়মন্ড ফিসফ্রাই, ফিস চপ, ফিস ফিঙ্গার, চিকেন স্যান্ডউইচ, চিকেন কাটলেট, চিকেন পকোড়া ইত্যাদি। তাছাড়া থাকছে কম্বো আইটেম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন। প্রতি আইটেমের ওপরই ১০% ছাড় দেওয়া হবে।

 আশা করা যাচ্ছে সব খাবারই খুব সুস্বাদু হবে। তাই লেকের আশেপাশের বিখ্যাত প্রতিমাগুলি দর্শনের পর রসনা তৃপ্তির জন্য একবার যাওয়াই যেতে পারে।

Previous articleDurga Puja 2023: ডাকাতদের হাত থেকে সিংহবাড়িকে রক্ষা করেন দেবী, ১৮৯ বছর আগে বনগাঁয় স্বপ্নাদেশে শুরু হয় পুজো: দেখুন ভিডিও
Next articleFood: এ বার পুজোয় খাদ্যরসিকদের রসনা তৃপ্তিতে গোল্ডেন টিউলিপ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here