Business বাংলাদেশে শুরু হচ্ছে তানিষ্কের কার্যক্রম, বাংলাদেশি কোম্পানির সঙ্গে টাইটানের চুক্তি

0
79
জাকির হোসেন, ঢাকা:

ভারতের অন্যতম প্রধান লাইফস্টাইল কোম্পানি টাইটান বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছে। এর আওতায় বাংলাদেশে তানিষ্কের জুয়েলারি, টাইটানের উৎপাদিত টাইটান, সোনাটা, ফাস্টট্র‍্যাকের ঘড়ি, চশমা, পারফিউম বাজারজাত করবে বাংলাদেশের কোম্পানি রিদম গ্রুপ।

২৮ জুন শুক্রবার ব্যাঙ্গালোরে টাইটানের সদর দপ্তরে টাইটান কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের রিদম গ্রুপের মধ্যে এ সংক্রান্ত এক যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর হয়। টাইটান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সি. কে. ভেঙ্কটরমন ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় টাইটানের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সিইও কুরুভিলা মার্কোস উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে তানিষ্কের একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করা হবে। গত তিন বছরে তানিষ্ক সফলভাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে কার্যক্রম শুরু করেছে। রিদম গ্রুপের সঙ্গে এ যৌথ উদ্যোগ তানিষ্কের বাংলাদেশি বাজারে প্রবেশের একটি বড় পদক্ষেপ৷

সি. কে. ভেঙ্কটরমন বলেন, ‘বাংলাদেশি বাজারে টাইটানের প্রবেশের এ গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। আমরা একসঙ্গে কাজ করে বাংলাদেশের জুয়েলারি শিল্পকে উঁচুতে নিয়ে যেতে ও তানিষ্কের পণ্য তৈরির কেন্দ্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই।’

কুরুভিলা মার্কোস বলেন, ‘বাংলাদেশে তৈরি গয়না স্থানীয় চাহিদা মেটাবে এবং ভারতের ৪৫০টি আউটলেট ও অন্যান্য দেশে রপ্তানি করা হবে, যা বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমরা রিদম গ্রুপের সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে উচ্ছ্বসিত। আমাদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে আমরা কারিগর, বিক্রেতা এবং গ্রাহকদের কাছে সেরা মূল্য দিতে চাই৷’

রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, ‘বিশ্বখ্যাত টাটা গ্রুপের অধীনে ভারতের অন্যতম প্রধান লাইফস্টাইল কোম্পানি টাইটানের সঙ্গে অংশীদারিত্ব আমাদের দেশ ও ব্যবসার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। দুই দশকেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের অধীনে টাইটানের জুয়েলারি ব্র্যান্ড তানিষ্ক শ্রেষ্ঠ কারিগরি, স্বতন্ত্র ডিজাইন, অনন্য গ্রাহক সেবা ও গ্যারান্টিযুক্ত পণ্যের মানের জন্য পরিচিত।’

Previous articleHathras Satsang Stampede উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ২৭, আহত অনেক
Next articleHathras Stampede Incident হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্টে মৃত অন্তত ১১৬, সৎগুরুর বিরুদ্ধে এফআইআর! ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here