Bus Accident নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে তারকেশ্বর রুটের বাস , আহত ২০ যাত্রী

0
13

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস। শনিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে হুগলি জেলার পুরশুড়ার হরিহরে। যাত্রিবাহী বাসটি পানসিউলি থেকে তারকেশ্বর যাচ্ছিল। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে উল্টে যায় বাসটি। এই ঘটনার জেরে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের জেরেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। খানাকুলের পানসিউলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে পুড়শুড়ার হরিহর এলাকায় উল্টে যায় বাসটি। সে সময় বাসের গতি অনেকটাই বেশি ছিল। এর জেরে তা নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুড়শুনা থানার ওসি শুভজিৎ দে। সেখান থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরশুড়া ব্লক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় আহতদের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে,‘মা অন্নপূর্ণা নামের একটি বাস রাস্তার ধারে পড়ে যায়। ২০ জন আহত হয়েছিলেন। তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এক জনকে আরামবাগে রেফার করা হয়েছে। বাসটার যান্ত্রিক গোলযোগ হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে সে জন্যই নিয়ন্ত্রণ হারায়।’

তথ্য ~ ছবি হীয়া রায়

Previous articleSuddenly Army Hyper Active In Bangladesh বাংলাদেশে হঠাৎ অতিসক্রিয় সেনা, ওয়াকারের অভ্যুত্থানের জল্পনা
Next articleBangla Awas Yojana আবাসের ৬০ হাজার টাকা পেয়ে বেপাত্তা, নোটিস পেয়ে ছুটে আসে বিডিও অফিসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here