দেশের সময়, কলকাতা : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পশ্চিমবঙ্গ বরাবর অংশের অনেকটা এলাকাজুড়ে কাঁটাতার নেই। আর এই সুযোগটাই কাজে লাগাতে চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। রাতের অন্ধকারে মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করে। তবে সীমান্তরক্ষী বাহিনীর সতর্ক নজরদারিতে তা এখন অনেকটা আটকে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে গিয়ে অনেকেই ধরা পড়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে। আর এবার সীমান্তে চোরা অনুপ্রবেশ ও অপরাধমূলক কাজকর্ম রুখতে আরও তৎপর বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার এবার উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার শুরু করে দিল।
In a ground-breaking development that marks a significant milestone, troops of 6 Bn @BSFNBFTR have successfully employed drone technology with night vision capabilities to thwart the nefarious activities of trans-border criminals.#TransBorderCrime #NationFirst pic.twitter.com/BkRuKQ7MCq
— NORTH BENGAL FRONTIER BSF (@BSFNBFTR) September 29, 2023
বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। এই ড্রোন ক্যামেরার মাধ্যমে রাতের অন্ধকার চিরে দেখা যাবে, কোথায় কে কী করছে। সীমান্ত সংলগ্ন এলাকায় সমস্ত গতিবিধির উপর নজর রাখা যাবে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন প্রযুক্তিতে।
ক্যামেরার মধ্যে থাকছে উন্নত মানের নাইট ভিশনও। ফলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে যদি কোনও চোরা অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করবে, বা যদি কেউ সীমান্ত দিয়ে কোনও চোরাচালান বা অন্য কোনও অপরাধমূলক কাজের চেষ্টা করে, তা সহজেই ধরে ফেলতে পারবেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
ইতিমধ্যেই সেই উন্নত মানের ড্রোন প্রযুক্তির ক্যামেরায় তোলা কিছু ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার। তাতে বাংলাদেশের দিক থেকে রাতের অন্ধকারে কয়েকজনের গতিবিধিও ধরা পড়েছে। বিএসএফ সূত্রে দাবি করা হচ্ছে, নাইট ভিশনে যাদের দেখা গিয়েছে তারা অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওই অনুপ্রবেশকারীরা। সেই ছবি এবার ধরা পড়েছে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন প্রযুক্তিতে।
ভারত-বাংলাদেশ সীমান্তে এই নতুন প্রযুক্তিকে এক মাইলফলক হিসেবেই দেখছে সীমান্তরক্ষী বাহিনী। এই সাফল্য আগামী দিনে সীমান্তে চোরা কারবার কিংবা অন্য কোনও অপরাধমূলক কাজকর্ম দমনে বাহিনীকে আরও সাহায্য করবে বলেই মনে করছে বিএসএফ।