Book :বনগাঁয় ছুটির দিনে বইয়ের হাট : দেখুন ভিডিও

0
604

অর্পিতা বনিক, বনগাঁ : রথ যাত্রায় শুরু হলো ছুটির দিনের বই মেলা। প্রতি শনি, রবি এবং সপ্তাহের অন্য ছুটির দিনে বিকেল ৪টে থেকে রাত ৮ টা পর্যন্ত রামনগর রোডের ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমির প্রাঙ্গণে।

এই বইয়ের হাটে থাকছে । কলকাতা থেকে আগত প্রকাশনীর শিশুপাঠ্য, কিশোর গল্প ,উপন্যাস, কবিতা, ইতিহাস,রাজনীতি দর্শন, সংস্কৃতির অসংখ্য বই। রয়েছে কেনাকাটার উপরে বিশেষ ছাড়ের ব্যবস্থা৷ এমনকি হোম ডেলিভারির মতো বিশেষ সুবিধাও ৷

আনন্দ, দে’জ , পারুল, মনফকিরা, মডেল, বোস্টন, বোধিসত্ত্ব, বাতায়ন, ধর পাবলিকেশন,শান্তি-র মতো বিভিন্ন প্রকাশনীর বই মিলবে এই ছুটির দিনের বইয়ের হাটে৷ এক কথায় হাতের মুঠোয় বইয়েদেশ৷ দেখুনভিডিও

Previous articleManipur Landslide: ‘ভয়ঙ্কর বিপর্যয়’ মণিপুরে ভয়াবহ ধসে মৃত ৮১ জনের মধ্যে রয়েছে বনগাঁর এক যুবক ! এখনও নিখোঁজ ৫৫
Next articleMatua:বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ঠাকুরনগরে এল মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের পালঙ্গ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here