দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি । শুক্রবার বনগাঁ সংগঠনিক জেলা বিজেপি-র কার্যালয়ে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি এবং বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কির্ত্তনীয়ার উপস্থিতিতে ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে জ্ঞান প্রকাশ ঘোষের নাম ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এবং আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়। বুধবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২১ আগস্ট উপনির্বাচন হবে এই ওয়ার্ডে।
গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষণার পরেই শারিরীক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের। তাঁর মৃত্যুর কারণে এই ওয়ার্ডে উপ নির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে বিজেপি-র পক্ষ থেকে জ্ঞান প্রকাশ ঘোষকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করল বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী জ্ঞান প্রকাশ ঘোষ।
রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ফের আসানসোল এবং বনগাঁর দুটি ওয়ার্ডে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার তারিখ থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহার এবং স্ক্রুটিনির তারিখ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বৃহস্পতিবার থেকেই আসানসোল পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আগস্ট মাসের ৩ তারিখ পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।
৪ আগস্ট মনোনয়নপত্র গুলিকে স্ক্রুটিনি করা হবে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ৬ই আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন।একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ২৬ শে আগস্ট এর মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে।