Bongaon Kalipuja:বনগাঁর নাওভাঙা নদীর তীরে দেবদারু-র জঙ্গলে প্রায় দেড়শো বছর ধরে রীতি মেনে চলছে সিদ্ধেশ্বরী মন্দিরের কালী মায়ের পুজো: দেখুন ভিডিও

0
273

অর্পিতা বনিক, বনগাঁ :সনাতন ধর্মমতে কালী বা কালিকা হলেন শক্তির দেবী। মা কালী অশুভ শক্তির বিনাশ সাধন করেন। সনাতন ধর্মাবলম্বীরা ভয়ংকরের পুজো করেন। কালীকে এই সংহারী রূপের পরেও আমরা মাতা সম্বোধন করে পুজো- পাঠ করি। কারণ সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী তিনি সন্তানের মঙ্গল চান, তিনি মঙ্গলময়ী ও কল্যাণী। হিন্দু শাস্ত্রে বলা আছে যে, তন্ত্র মতে যে সব দেব- দেবীর পুজো করা হয়, তাঁদের মধ্যে কালী পুজো অন্যতম।

উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘরিয়ার খলিতপুর গ্রামে নাওভাঙা নদীর তীরে দেবদারুর জঙ্গলে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মায়ের পুজো প্রায় দেড়শো বছর অতিক্রম করেছে ৷ এই পুজো ঘিরে স্থানীয়বাসিন্দাদের উদ্দিপনা চোখে পড়ার মতো ৷ কিভাবে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হল ? জানতে দেখুন ভিডিও

শক্তির দেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। মা কালী অশুভ শক্তির বিনাশ সাধন করেন। তাই মায়ের কাছে আমাদের প্রার্থনা, সমস্ত অশুভ নাশ করে সবার মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয়।

Previous articleMamata Banerjee: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা? ডিসেম্বরেই বঙ্গ সফর শুরু হতে পারে নড্ডা-শাহদের
Next articleKashmir : কাশ্মীরের ডাল লেকে আগুনে পুড়ে ছাই একাধিক হাউসবোট, দীপাবলির আগে কোটি টাকার ক্ষতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here