অর্পিতা বনিক,বনগাঁ: “ বনগাঁয় কোন উৎসবই বাদ যাবার নয়; রথের দিন যশোর রোড লোকারণ্য হয়ে উঠ্লো, ছোট ছোট ছেলেরা বার্নিসকরা জুতো ও সেপাইপেড়ে ঢাকাই ধুতি পরে, কোমরে রুমাল বেঁধে, চুল ফিরিয়ে, দাদু,দিদা,মা -মাসিদের হাত ধরে, যশোর রোডের ওপর বাটার মোড়ে , কেউ বা ত্রিকোণ পার্কে,কেউ আবার অভিযান সংঘের মোড়ে, অনেকেই মতিগঞ্জের মোড়ে রথ দেখতে দাঁড়িয়েছে ।…মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতার ভেঁপু, পাখা ও সোলার পাখি বেধড়ক বিক্রি হচ্চে…।” সে যুগে রথযাত্রা প্রসঙ্গে এমনটাই লিখতেন সে সময়ের বহু সাংবাদিক ৷ দেখুন ভিডিও