Bongaon Durgapuja:দিনের বেলায় রঙের মেলা রাতের বেলা আলোর খেলা, বনগাঁর শিমুলতলা আয়রনগেট স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে : দেখুন ভিডিও

0
662
অর্পিতা বনিক, বনগাঁ:

আর যেন তর সইছে না। তাই লাস্ট মিনিট সাজেশনের মতো শেষবেলার শপিংয়ের সঙ্গেই প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে হুজুগে বাঙালি। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বনগাঁতেও মহালয়া থেকেই শুরু হয়ে গেছে ঠাকুর দেখা। শনিবার রাতে বনগাঁর বেশ কয়েকটি বড় পুজো প্যান্ডেলের সামনে রীতিমতো ভিড় লেগে যায়।

মহালয়ার সকাল থেকেই মণ্ডপের পথে যাওয়া শুরু করেছে মা দুর্গা। আর তাই মণ্ডপে প্রতিমা আসতেই মা দুর্গাকে দর্শন করতে জমে ওঠে ভিড়। আজ রবিবার আমরা রয়েছি বনগাঁ শিমুলতলা আয়রনগেট স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপের সামনে এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ৷ দেখুন ভিডিও

দিনের বেলায় রঙের মেলা রাতের বেলা আলোর খেলা- এই থিমকে সামনে রেখে এ বছর বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব দেবী আরাধনায় মগ্ন হয়েছে ৷

নিত্য নতুন সৃজনশীলতা এবং শিল্পকলা চাক্ষুষ উপলব্ধি হয় শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মন্ডপে। প্রতিমাতেও রয়েছে আধুনিকতার সঙ্গে সাবেকি মেলবন্ধন।

এবার বাড়ি থেকেই ভার্চুয়ালি হাজার পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বজনীন নাকি বনেদি, এগিয়ে কে, তা নিয়ে প্রতিবারের মতো এবারও জমে উঠবে লড়াই।

Previous articleDurga Puja: রাধা গোবিন্দের সঙ্গে মা দুর্গার আরাধনা, ৪০০ বছরেরও বেশি পুরনো ‘বাবুর বাড়ি’-র এই পুজো
Next articleGopal Seth: উমার আগেই ভিড়ের বোধন বনগাঁয়,তৃতীয়ার সকালে শারদীয়ার শুভেচ্ছা বার্তায় কী বললেন গোপাল শেঠ! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here