Bogtui CBI: আদালতের নির্দেশ পেয়েই বগটুইয়ে সিবিআইয়ের প্রতিনিধিরা, এফআইআরে ২১ জনের নাম, শুরু তদন্ত

0
535

দেশের সময় ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশ পেয়েই বগটুই-‌কাণ্ডে তদন্তে নামল সিবিআই।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। গিয়েছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। গোটা এলাকার ভিডিওগ্রাফি করা হচ্ছে। সেই ফুটেজস খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। সোনা শেখের দগ্ধ বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং।

অন্তত ৩০ জন সিবিআই ও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা গ্রামে উপস্থিত রয়েছেন। তিনটি ভাগে ভাগ হয়ে গোটা গ্রাম ঘুরে দেখছেন তাঁরা।

অগ্নিকাণ্ডের জায়গা-‌সহ সাঁইথিয়ার গোলাপজল গ্রাম এবং হাসপাতালে গিয়েছে সিবিআইয়ের টিম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রামকে। শুক্রবার বগটুইয়ে গিয়েছিল সিবিআইয়ের ফরেনসিক দল।

তাঁরা আজও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। সিবিআইয়ের এফআইআরে ২১ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে তৎপর জেলা পুলিশও। ঘটনাস্থলে ডিজির নেতৃত্বে অস্থায়ী শিবিরও করা হয়েছে। 

সূত্রের খবর, রামপুরহাট আদালতে ধৃত ২২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাল সিবিআই। 

Previous articleChhattisgarh:‌ সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি দিলেন বাবা!
Next articleMatua Mahasangha: বিরোধ মিটল! ঠাকুরনগরে বারুনী মেলার প্রস্তুতি শুরু, আন্দামানের মতুয়া ভক্তদের জন্য জাহাজ পাঠানোর ব্যবস্থা করেছেন শান্তনু ঠাকুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here