
ধর্মের থেকেও বড় মানবতা, আর তাই ধর্মকে মান্যতা দিয়েই, মানুষের পাশে দাঁড়াতে রোজা ভেঙে রক্ত দিলেন সোহেল মান্নান-রা । দেখুন ভিডিও
এ যেন এক অভিনব উদ্যোগ দেখল সীমান্ত এলাকা। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে ৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে কালুপুর নবতরুণ সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
উদ্যোক্তাদের কথায় , রবিবার শহীদ ভগত সিং, রাজগুরু,শুকদেবের মত দেশের স্বাধীনতা সংগ্রামীদের শহীদ হওয়ার দিনকে শহীদ দিবস হিসেবে সামনে রেখেই এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা যায় সংখ্যালঘু ভাইয়েরা রোজা পালনের পাশাপাশি এদিন মানুষের সেবায় রক্তদান করে ধর্মের পাশাপাশি দিলেন মানবতার বার্তা।
সংখ্যালঘু ভাইদের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন সমাজের সকল স্তরের মানুষজন। সংখ্যালঘু ভাইয়েরা এদিন জানান, কলকারখানায় তৈরি হয় না রক্ত। একমাত্র মানুষের শরীরেই তা পাওয়া যায়। রক্তের বিনিময়ে যাতে অন্য মানুষের প্রাণ বাঁচে সেই লক্ষ্যেই এগিয়ে আসা তাদের। এদিন রক্ত দিয়েও যেন খুশি হলেন সোহেল মান্নান রা। এই কর্মসূচি আগামী দিনে আরও বহু মানুষকে রক্তদানে আরও উৎসাহ যোগাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।